জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
চতুর্থ দিনের শেষ বলটি করলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার ও কাইল মেয়ার্স যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিপদে পড়া দলকে কিছুটা এগিয়ে রাখার কারণে স্বস্তি কাজ করতেই পারে তাদের মাঝে।
বাংলাদেশ শিবিরে তখন হয়তো উল্টো দৃশ্য। দিনটা আরেকটু বড় হলেই যেন ভালো হতো! আর ৭ উইকেট নিতে পারলেই যে টেস্ট চ্যাম্পিয়পে প্রথম জয়ের দেখা মিলে যায়। বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১১০ রান তুলেছে ক্যারিবীয়রা।
জয়ের জন্য পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ২৮৫ রান। এই রান তাড়া করতে পুরো একটি দিন পাচ্ছে উইন্ডিজ। তবে প্রথম ইনিংসে ২৫৯ রানেই গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের পথটা যে বেশ কঠিন, সেটা বলাই বাহুল্য।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মেহেদী হাসান মিরাজের স্পিন তোপে শুরুতেই ওলট-পালট হয়ে যায় ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে তোপ দাগানো শুরু করেন মিরাজ। এরপর ক্রেইগ ব্রাথওয়েট ও শেন মোজলেকেও ফিরিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর ৪ উইকেট নেওয়া ডানহাতি এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যেই ৩ উইকেট তুলে নিয়েছেন।
এরআগে ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক খেলেন ১১৫ রানের অসাধারণ এক ইনিংস। এই ইনিংস দিয়ে সেঞ্চুরিতে বাংলাদেশের সবাইকে পেছনে ফেলেছেন তিনি। টেস্টে এটা তার দশম সেঞ্চুরি। তার পরই আছেন ৯টি সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে লিটন দাস খেলেছেন ৫৯ রানের ইনিংস। উইন্ডিজের দুই স্পিনার রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান শ্যানন গ্র্যাব্রিয়েল।
চোট পেয়ে মাঠ ছাড়লেন তামিম
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে চোটের কারণে মাঠ ছাড়লেন তামিম ইকবাল। শর্ট কভারে ফিল্ডিং করা তামিম একটি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের তর্জনিতে ব্যথা পেয়েছেন। এরপরই মাঠ ছাড়েন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার।
মেহেদী হাসান মিরাজের বলে শট খেলেন কাইল মেয়ার্স। বল কিছুটা উঠে যায়। একটু দূরে থাকায় ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন তামিম। কিন্তু ক্যাচটি নিতে পারেননি তিনি। উল্টো আঙুলে চোট পান। তার বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছেন সাইফ হাসান। এরআগে ঊরুর চোটে মাঠ ছাড়া সাকিব আল হাসানকে ছাড়াই লড়ছে বাংলাদেশ। সিলি পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সাদমান ইসলামও।
ক্যারিবীয়দের কাছে মিরাজ যেন 'যমদূত'
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জন্য মেহেদী হাসান মিরাজ যেন 'যমদূত' হয়ে উঠেছেন। বাংলাদেশের এই অলরাউন্ডার প্রথম ইনিংসে সেঞ্চুরির করার পর বল হাতে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ক্যারিবীয়দের কাছে দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছেন তিনি।
ওপেনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেওয়া ডানহাতি এই অফ স্পিনার ফিরিয়ে দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকেও। ৫ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে ৩১ উইকেট হলো মিরাজের। ১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৪৯ রান।
বাংলাদেশের ১০ উইকেট নেওয়ার মিশন শুরু
প্রথম ইনিংসেই ১৭১ রানের বড় লিড মিলেছিল। মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৯৫ রান। বিশাল এই লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ ওভার শেষে বিনা উইকেটে উইন্ডিজের সংগ্রহ ৩৩ রান। উইকেটে আছেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ক্যারিবীয়দের ১০ উইকেট তুলে নিতে ১৩০ ওভার বোলিং করার সুযোগ পাচ্ছে মুমিনুল হকের দল।
এই ম্যাচটি জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ঝুলিতে জমা হবে ৬০ পয়েন্ট। এরআগে টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ।