গেইলকে টপকে রিজওয়ানের বিশ্ব রেকর্ড
তিনি টি-টোয়েন্টির ফেরিওয়ালা। ব্যাট হাতে বিশ্ব শাসন করছেন দীর্ঘ সময় ধরে। এই ফরম্যাটের বেশিরভাগ রেকর্ডই তাই তার দখলে। সেই ক্রিস গেইলকেই ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।
সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ৫ রানের অপেক্ষা ছিল রিজওয়ানের। সেই পাঁচ রান তুলতে এদিন তার লাগল ৯ বল। স্কটিশ পেসার ব্র্যাড হোয়েলের ডেলিভারি লেগ সাইডে পাঠিয়ে এক রান নেন তিনি। ওই রানটিতেই রেকর্ডের পাতায় উঠে যায় রিজওয়ানের নাম।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে রিজওয়ান এখন সর্বোচ্চ রানের রেকর্ডটির মালিক। এখন পর্যন্ত ১ হাজার ৬৭৬ রান করেছেন তিনি। রেকর্ডটি ছয় বছর দখলে ছিল গেইলের। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করে রেকর্ডটা গড়েন তিনি। গেইলকে ছাড়াতে রিজওয়ানের লাগল ৩৮ ইনিংস।
এই রেকর্ডে গেইল এখন দুইয়ে। বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। ২০১৬ সালে ১ হাজার ৬১৪ রান করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ২০১৯ সালে ১ হাজার ৬০৭ রান করে এই রেকর্ডের তালিকার চারে নিজের নামটি বসান বাবর আজম। এ বছর তার রান ফোয়ারা বইছে।
স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডের আগে এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন রিজওয়ান। এখন তার সামনে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে হাজার রান ছোঁয়ার হাতছানি। এ বছর ৯৬৬ রান করেছেন তিনি।