চলে গেলেন ইংলিশ কিংবদন্তি জ্যাক চার্লটন
এখন পর্যন্ত একবারই ফুটবল বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। বিশ্বজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য জ্যাক চার্লটন মারা গেছেন। কিংবদন্তি এই ইংলিশ ফুটবলার গত বছর লিম্ফোমায় আক্রান্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
চার্লটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড। ইংল্যান্ডের কিংবদন্তি চার্লটন লিডস ইউনাইটেডেরও কিংবদন্তি ছিলেন। প্রথম বিভাগ ছাড়াও লিডসের হয়ে এফএ কাপ জিতেছেন চার্লটন। ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় লিডসেই কাটিয়েছেন তিনি।
১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চার্লটন। ইংলিশদের হয়ে সবগুলো ম্যাচ খেলেছিলেন সাবেক এই সেন্ট্রাল ডিফেন্ডার।
দেশের হয়ে ৩৫টি ম্যাচ খেলা চার্লটন সতীর্থ হিসেবে পেয়েছিলেন ছোট ভাই ববি চার্লটনকে। দুই ভাই মিলে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন ববি ও জ্যাক।
আরও একটি বড় পরিচয় ছিল জ্যাক চার্লটনের। ১০ বছর আয়ারল্যান্ডের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। লম্বা এই সময়ে আইরিশদের অনেক সাফল্যই এনে দেন চার্লটন। এ সময়ে আয়াল্যান্ডকে বেশ কিছু টুর্নামেন্টের মূল পর্বে খেলানোর পাশাপাশি ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন চার্লটন।
আয়ারল্যান্ডের কোচ হওয়ার আগে নিউক্যাসল ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরও আগে মিডলসবরো ও ওয়েনজডেতে কোচিং করান চার্লটন।