জমে উঠেছে বাংলাদেশ গেমসের ক্রিকেটের লড়াই
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ক্রিকেট ডিসিপ্লিনের লড়াই বেশ জমে উঠেছে। বরিশালে চার দলের প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। চার ম্যাচ শেষে সব দলের অবস্থান সমান।
লিগ পর্বের শেষ দুটি ম্যাচ হয়ে উঠেছে অলিখিত সেমি ফাইনাল। এ দুই ম্যাচের জয়ী দল ফাইনালের টিকিট পাবে, লড়বে স্বর্ণ পদক জয়ের মঞ্চে। আগামী ১০ এপ্রিল ফাইনাল অনুষ্ঠিত হবে।
জিতলেই মিলবে ফাইনালের টিকিট, এমন সমীকরণ নিয়ে শেষ দুটি ম্যাচে মাঠে নামবে দলগুলো। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে কাল (৭ এপ্রিল ) চট্টলা ইস্ট জোন খেলবে বরেন্দ্র নর্থ জোনের বিপক্ষে। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল চট্টলা ইস্ট জোন। একই অভিজ্ঞতা হয়েছে বরেন্দ্র নর্থ জোনেরও।
আগামী ৮ এপ্রিল লিগ পর্বের শেষ ম্যাচে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন লড়বে চন্দ্রদ্বীপ সাউথ জোনের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখা জাহাঙ্গীরাবাদ জয়ে ফিরেছিল দ্বিতীয় ম্যাচে। চন্দ্রদ্বীপ প্রথম ম্যাচে বিধ্বস্ত হয় বরেন্দ্র নর্থ জোনের কাছে। পরে দ্বিতীয় ম্যাচে চট্টলাকে হারায় দলটি।
চার ম্যাচ শেষে রান রেটে এগিয়ে আছে বরেন্দ্র নর্থ জোন। তাদের রান রেট ১.৯৪৬। এ ছাড়া চট্টলা ইস্ট জোনের রান রেট ০.১১৩, জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের রানরেট -০.৩৭৫ ও চন্দ্রদ্বীপ সাউথ জোনের রান রেট -১.৮৩১।
৭ এপ্রিলের ম্যাচ
চট্টলা ইস্ট জোন-বরেন্দ্র নর্থ জোন
ভেন্যু: শহীদ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল
ম্যাচ শুরু: সকাল ৯টায়