ভারত-বাংলাদেশ ম্যাচে নিরাপত্তা জোরদার, ২৫০০ পুলিশ মোতায়েন
রোববার (৬ অক্টোবর) ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় ২,৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ম্যাচ সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে ম্যাচের দিন ডানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি ও হরতালের ডাক দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দুই দলের অবস্থানরত হোটেলগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
গোয়ালিয়রের পুলিশ পরিদর্শক জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেন, "ম্যাচের দিন দুপুর ২টা থেকে পুলিশ সদস্যরা রাস্তায় থাকবেন এবং খেলা শেষ হওয়ার পর দর্শকরা নিরাপদে বাড়ি ফিরতে না পারা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। নিষেধাজ্ঞা জারি হওয়ার পর নজরদারি আরও কঠোর করা হয়েছে।"
এছাড়া, বৃহস্পতিবার গোয়ালিয়রের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে ৭ অক্টোবর পর্যন্ত সব ধরনের বিক্ষোভ সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।
এনিয়ে অরবিন্দ সাক্সেনা সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, "আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখছি।"
প্রসঙ্গত, দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি গোয়ালিয়রের নতুন মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার দর্শক ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন