জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিয়ে সালমা-জাহানারাদের বিশাল জয়
প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ, ওয়ানডের ম্যাচ খেলার বিরতি এরচেয়েও বেশি। কিন্তু বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল যে দুই বছর পর ওয়ানডে খেলতে নেমেছে, সেটাই মনেই হয়নি। বল হাতে প্রথম জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশ পরে ব্যাট হাতেও শাসন করল। বিশাল এক জয়ে জিম্বাবুয়েতে সিরিজ শুরু করলেন সালমা-জাহানারারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ। বুধবার বুলাওয়েতে ব্যাটে-বলে রাজত্ব কায়েম করে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আগামী ১৩ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জবাবে মাত্র ১০.৪ ওভারেই ২ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমেও শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের মেয়েদের। দলীয় ১০ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। কিছুক্ষণ পর ফেরেন শারমিন আক্তারও। মুর্শিদা ৭ ও শারমিন ৮ রান করেন। এরপর দুই অপরাজিত ব্যাটার ফারজানা হক ১১ ও রুমানা আহমেদ ১৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। জিম্বাবুয়ের ইসথার এমবোফানা ও প্রিসিয়াস মারাঙ্গে একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা জিম্বাবুয়েকে দিক ভুলিয়ে দেন বাংলাদেশের তিন বোলার। ৭ ওভারে মাত্র ৬ রানে ৩টি উইকেট নেন সালমা। ৬ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন জাহানারা। ৫ ওভারে মাত্র ২ রানে ৩টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন রিতু মনি। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ১৭ রানের ইনিংস খেলেন মারাঙ্গে। আর কোনো ব্যাটর দুই অঙ্কের রান করতে পারেননি।
অ্যাশলে এনডিরিয়া ২, মডেস্টার মুপাচিকা ৬, ম্যারি-আনে মুসোডনা ৫, ক্রিস্টাবেল চাটোনসওয়া ৩, চিয়েসডা ধুরু ৭, লরেন টিসুমা ৪,নায়শা গুয়ানজোরা ১, এসথার এমবোফানা ০, আন্দ্রে মাওভিশায়া ০ ও ফান্সিস্কা চিপারে ০ রান করেন।