টি-টোয়েন্টি লিগে থাকছে না বিদেশি, খেলবেন সাকিব
বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর এখন টি-টোয়েন্টি লিগ আয়োজনের দিকে। ৫ দল নিয়ে আগামী ১৫ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে পর টি-টোয়েন্টি লিগের অনেক কিছু নিয়েই কথা বলেন বিসিবি সভাপতি। কথা থাকলেও এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার থাকছে না।
দেশি ৯০ জন ক্রিকেটার নিয়ে আসরটি আয়োজন করা হবে জানান নাজমুল হাসান। এই আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে যাওয়া সাকিব আল হাসান। খুব দ্রুতই দলগুলোর স্পন্সর চেয়ে দরপত্র দেবে বিসিবি।
নাজমুল হাসান বলেন, 'টুর্নামেন্টটা হবে ৫টা দলের। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটা করব। পাঁচটা দল হলে আরও কিছু খেলোয়াড় সুযোগ পাবে। অন্তত আরও ৩০টা খেলোয়াড় আসবে। এটা চ্যালেঞ্জিং হবে। অনেকে বলছিল ৩টা দলই সামলানো কঠিন। তবুও আমরা চ্যালেঞ্জটা নিতে চাইছি। ১৫ নভেম্বর শুরু হবে আশা করি। শিগগিরই পাঁচ দলের আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজতে দরপত্র আহবান করা হবে।'
'বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে না। বেশিরভাগ ব্যাটসম্যান আগ্রহ দেখাচ্ছে। সব ব্যাটসম্যান এনে লাভ কী। আমাদের তেমন লাভ হচ্ছে না। ভালো বোলারও চাই। ওমন যেহেতু পাওয়া যাচ্ছে না আমার আগ্রহ নেই।' যোগ করেন বিসিবি সভাপতি।
সাকিব আল হাসান প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'সাকিব ১০ নভেম্বর চলে আসবে। টুর্নামেন্টের আগে তো বটেই। ১৫–২০ তারিখ টুর্নামেন্ট শুরু করার কথা বলেছিলাম। ১০ দিন আগে আসবে। সে খেলবে নিশ্চিত করেছে। সবার সঙ্গেই প্রাকটিস করতে পারবে। এই সময়ে তার দলও হয়ে যাবে। দলের সঙ্গে সবই করতে পারবে।'