ধোঁয়াশা কাটিয়ে এসি মিলানে ইব্রাহিমোভিচ
বয়স চলছে ৩৮, ক্লাব ক্যারিয়ারের ২১ বছর হয়ে গেছে। এমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেকেই মাঠের ফুটবলকে বিদায় বলে দেন। অনেকে আবার ক্যারিয়ার এতো দীর্ঘও করতে পারেন না। কিন্তু জলাতান ইব্রাহিমোভিচ সে কাতারের নন। এখনও মাঠে তিনি দুরন্ত, দাপুটে। এখনও তাকে দলে ভোড়ানোর দৌড়ে নাম লেখায় অনেক দামিদামি ক্লাব।
আরও একবার তেমন হলো। যদিও ইব্রার ঠিকানা বদলায়নি। এসি মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তি হয়েছে সুইডিশ এই কিংবদন্তি ফুটবলারের। গত মৌসুমও মিলানের হয়েই খেলেছেন তিনি। তবে মৌসুমের সঙ্গেসঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তিও শেষ হয়ে যায়। তখন থেকেই কানাঘুষা, কোন ক্লাবে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম অভিজ্ঞ এই ফুটবলার।
মূলত এজেন্ট মিনো রাইওলাওয়ের এক টুইটে ইব্রার পরবর্তী ঠিকানা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই ধোঁয়াশা দূর করতে বেশি সময় নিলেন না ইব্রা ও তার ক্লাব এসি মিলান। সোমবার আনুষ্ঠানিক এক ঘোষণায় ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি জানিয়েছে, আরও এক বছরের জন্য ইব্রাকে দলে রেখেছে তারা।
২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এসি মিলানের জার্সি গায়ে খেলবেন ইব্রা। এ সময় তার আয় হবে ৭ মিলিয়ন ইউরো। নিজেদের ওয়বসাইটে আনুষ্ঠানিক ঘোষণায় এসি মিলান লিখেছে, 'এটা ঘোষণা করে এসি মিলান খুবই আনন্দিত যে, ইব্রাহিমোভিচের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন হয়েছে। রোজোনেরি ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।'
এরআগেও এসি মিলানের হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। ২০১০ সালে বার্সায় নাম লেখানোর পর ধারে মিলানের হয়ে খেলেন তিনি। পরের বছর তাকে দলে ভেড়ায় মিলান। এ ছাড়া নামি দামি বেশ কয়েকটি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে সুইডিশ এই তারকার। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে মালমো এফএফ, আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লা গ্যালাক্সির হয়ে খেলেছেন তিনি।