নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও স্থগিত
করোনাভাইরাসের প্রকোপে একে একে সব সিরিজই স্থগিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর অনেক আগেই স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়াও আসছে না। এবার স্থগিত করা হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা থাকলেও নিউজিল্যান্ড আসছে না।
অবশ্য এটা নিউজিল্যান্ড ক্রিকেটের একক সিদ্ধান্ত নয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট আলোচনার করেই আগস্ট-সেপ্টেম্বরের এই সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
সময়-সুযোগ বুঝে ভবিষ্যতে সিরিজটি আয়োজন করা হবে। আলোচনার মাধ্যমে দুই বোর্ড সিরিজটি আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজে নেবে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিতের বিষয়টি মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, 'কোভিড-১৯ মহামারীর বর্তমান অবস্থা বিবেচনায় আগামী আগস্টে পূর্ণাঙ্গ একটি সিরিজ আয়োজন করা বড় চ্যালেঞ্জ। ক্রিকেটার, স্টাফ এবং সিরিজ সংশ্লিষ্ট অন্যান্যদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।'
নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'বর্তমান অবস্থা বিবেচনায় সিরিজ পিছিয়ে দেওয়াকে উপযুক্ত মনে করেছে বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট। আমরা বুঝতে পারছি দুই দলের খেলোয়াড় এবং অফিসিয়ালদের জন্য এটা খুবই হতাশাজনক। একইভাবে দুই দেশের ভক্তদের জন্যও। সিদ্ধান্তের পেছনের কারণ অনুধাবন ও সমর্থন করার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতেই হবে।'
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর আছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়শিপের অংশ হিসেবে এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। কেবল এই সিরিজটিই এখনও জিইয়ে আছে। এই সিরিজটির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।