পাকিস্তানের করোনা ভাইরাস নিয়ে চিন্তায় বিসিবি
তৃতীয় দফায় এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এক ওয়ানডে ও টেস্টের এই সফরে যাওয়া না-ও হতে পারে বাংলাদেশের। পাকিস্তানের করোনা ভাইরাসের খবরে চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরের ব্যাপারে নতুন করে ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আগামী ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। করাচিতেই টেস্ট শুরু হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের এই শহরে করোনা ভাইরাস রোগী সনাক্তের খবর পাওয়া গেছে। পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া পাঁচ রোগীর দুজন আছেন করাচিতে।
প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে ২ মার্চ থেকে আগামী ১৩ মার্চ পর্যন্ত করাচির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এটাই মূলত বিসিবির চিন্তার কারণ।
এমন অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নতুন করে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলোচনার পর নেওয়া হবে সিদ্ধান্ত।
জালাল ইউনুস বলেছেন, 'আমাদের ভেন্যু করাচিতে। সেখানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী থাকাটা আমাদের জন্য চিন্তার কারণ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের প্রধান নির্বাহী পিসিবির সঙ্গে কথা বলবে। সবকিছু পর্যবেক্ষণ শেষেই আমরা সিদ্ধান্ত নেব। হাতে সময় থাকায় আমরা বুঝে-শুনেই সিদ্ধান্ত নিতে পারব।'
পুরো বিশ্বে এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি, বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে চীনের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ কোরিয়া।
এ ছাড়া ইতালি ও ইরানেও প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ইতোমধ্যে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮৬ হাজার।