পেঁয়াজ খাবেন, ক্রিকেট খেলবেন না: শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্য
২০১২-১৩ মৌসুমে ওয়েনডে সিরিজ এবং ২০০৭ সালে টেস্ট ম্যাচ- এরপর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ক্রিকেটে উপমহাদেশের দুই পরাক্রমশালী প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।
ক্যারিয়ারজুড়ে গতির দাপটে বাঘা-বাঘা ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো শোয়েব এখন সময় পেলেই মাঠের বাইরে কথার গোলা ছুড়ছেন। ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার এবার একইসঙ্গে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সমানে আক্রমণ করলেন।
ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তুলেছেন, পরস্পরের বিপক্ষে ডেভিস কাপ (টেনিস) কিংবা কাবাডি লিগ খেলতে পারলে কেন ক্রিকেট খেলছে না? যুক্তির দোহাইয়ে দুই দেশের রাজনৈতিক বৈরিতা মেনে নিয়ে শোয়েব প্রস্তাব রেখেছেন, ভারত পাকিস্তানে কিংবা পাকিস্তান ভারতে না এলেও নিরপেক্ষ কোনো ভেনুতে যেন দ্বিপাক্ষীয় সিরিজের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের উদাহরণ টেনে শোয়েব জানান, খেলার জন্য দেশটির নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। আতিথেয়তায়ও নিজেদের গুণগান গেয়ে তিনি এ ব্যাপারে সন্দেহ থাকলে অতীতে পাকিস্তানে খেলে যাওয়া ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী কিংবা বীরেন্দ্র শেবাগের সঙ্গে আলাপ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বার্তাটির এক পর্যায়ে ক্ষুব্ধ শোয়েব প্রশ্ন তোলেন, দেশ দুটিতে পেঁয়াজ-টমেটো আমদানি-রপ্তানি চলে, তাহলে ক্রিকেট খেলতে অসুবিধা কোথায়? তিনি বলেন, সম্পর্ক যদি বন্ধ করতে হয়, সব ক্ষেত্রেই করতে হবে। শুধু ক্রিকেটকে বলির পাঁঠা বানানো চলবে না।