প্রস্তুতি ম্যাচে এক ঝাঁক তরুণের নেতৃত্বে নুরুল হাসান
প্রথম টেস্টের আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচ দিয়ে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া পাঁচ ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচের জন্য এই পাঁচ ক্রিকেটারসহ ১৪ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে মুমিনুল হকের নাম না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের টেস্ট অধিনায়ক খেলবেন। এক ঝাঁক তরুণ ক্রিকেটার দিয়ে গড়া এই দলটির নেতৃত্বে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। ম্যাচটি আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়া টেস্ট স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার হলেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলী ও খালেদ আহমেদ। যুব বিশ্বকাপজয়ী ছয় জন ক্রিকেটার আছেন প্রস্তুতি ম্যাচের দলে।
তারা হলেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহিন আলম, শাহাদাত হোসেন দিপু ও শরিফুল ইসলাম। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসা মকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন ও নাঈম শেখকে দলে রাখা হয়েছে।
প্রস্তুতি ম্যাচের দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, ইয়াসির আলী রাব্বি, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।