লেভানডোভস্কির পেনাল্টি মিসে জয় হাতছাড়া পোল্যান্ডের
পরপর দুই ম্যাচে গোলশূন্য ড্র দেখল কাতার বিশ্বকাপ। গ্রুপ 'সি'তে নিজেদের প্রথম ম্যাচ ০-০ সমতায় শেষ করেছে পোল্যান্ড এবং মেক্সিকো। দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। এই ড্রয়ের ফলে সৌদি আরবের পেছনে এখন এই দুই দল। সৌদির আরবের কাছে হারের পর আর্জেন্টিনা আছে গ্রুপের তলানির দল হিসেবে।
রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য শেষ বিশ্বকাপের শুরুটা ভালো হল না। মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন এই পোলিশ তারকা। ম্যাচটিও ড্র হয়েছে ০-০ গোলে।
সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর 'সি' গ্রুপের অপর দুই দল মেক্সিকো এবং পোল্যান্ডের সামনে সুযোগ ছিল ম্যাচ জিতে নিজেদের অবস্থান শক্ত করার। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই, ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দল মিলে ভাগাভাগি করেছে এক পয়েন্ট করে।
স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচের প্রথমার্ধে পরিস্কার গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই। অনেকটা ধারবিহীন আক্রমণেই খেলা গড়াতে থাকে। পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি ছিলেন স্তিমিত। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা বাড়ে দুই দলেরই। ম্যাচের ৫৬ মিনিটে লেভানডোভস্কি ফাউল করেন মোরেনো। নিজের আদায় করে নেওয়া পেনাল্টি থেকে গোল করার পক্ষেই বাজি ধরবেন বেশিরভাগ মানুষ, কিন্তু দুর্বল পেনাল্টি কিক মেক্সিকো গোলরক্ষক ওচোয়ার হাতে তুলে দেন লেভানডোভস্কি। ম্যাচে গোল করার সবথেকে সহজ সুযোগটি নষ্ট করেন পোলিশ অধিনায়ক।
এরপর মেক্সিকোর কিছু ভালো আক্রমণ দেখা গেলেও গোল আদায় করতে পারেনি তারা। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই ম্যাচের শেষ বাঁশি বাজে। গোটা ম্যাচে ৬১% বল দখলে রেখেছিল মেক্সিকো, গোল করার প্রচেষ্টাও তাদেরই বেশি ছিল। মেক্সিকোর ১১ শটের বিপরীতে পোল্যান্ডের শট ছিল মাত্র ৬ টি।
গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে মেক্সিকো। পোল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনাকে হারিয়ে উড়তে থাকা সৌদি আরব।