আর্জেন্টিনার পক্ষে বাজি ধরে ১ লাখ ৬০ হাজার ডলার হারিয়েছেন এক ভক্ত
সৌদি আরবের সাথে আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরে ১ লাখ ৬০ হাজার ডলার হেরেছেন এক ভক্ত।
আর্জেন্টিনা জিতে গেলে ওই ভক্তের লাভ হতো ২০ হাজার ডলার। তবে বিশ্বকাপের এক সপ্তাহ না যেতেই এ অঘটনের কারণে খালি হাতেই ফিরতে হয়েছে ওই ভক্তকে।
অনলাইন বেটিং প্লাটফর্ম টিএবি দ্য ইন্ডিপেনডেন্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফেভারিট হিসেবেই এবারের আসর শুরু করলেও গতকালের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্রও করতে পারেনি ফিফা র্যাংকিংয়ে তিনে থাকা লাতিন আমেরিকান দলটি।
ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে লিওনেল মেসি দলকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। ১৯৫৮ সালে জার্মানির সাথে হারের পর এই প্রথম বিশ্বকাপের আসরে ম্যাচের প্রথম গোলটি করেও পরাজয়ের মুখ দেখল আর্জেন্টিনা। আর ১৯৩০ সালে উরুগুয়ের সাথে হারের পর ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকার মতো ম্যাচে এই প্রথম ম্যাচ হারলো।
১৯৯০ সালের পর এই প্রথম কোনো নন-ইউরোপিয়ান দল আর্জেন্টিনাকে বিশ্বকাপে হারালো। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো প্রথম এশিয়ান দলও সৌদি আরব।