২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব
২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব, আর ২০৩০ সালের আসর অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে হবে বিশেষ তিনটি ম্যাচ। এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বুধবার একটি ভার্চুয়াল বিশেষ কংগ্রেসের পর এই সিদ্ধান্ত জানান। ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য কেবল একটি করে প্রস্তাব জমা পড়েছিল, যা সাধারণ সম্মতির ভিত্তিতে অনুমোদিত হয়।
২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনো বলেন, "আমরা ফুটবলকে আরও বেশি দেশে পৌঁছে দিচ্ছি। দলসংখ্যা বাড়লেও মানের কোনো কমতি হয়নি; বরং এটি সুযোগ বৃদ্ধি করেছে।"
"২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! ছয়টি দেশ, তিনটি মহাদেশ, ৪৮টি দল ও ১০৪টি ম্যাচ নিয়ে এই আসর ঐতিহাসিক হতে যাচ্ছে। পুরো বিশ্ব স্থির হয়ে গিয়ে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করবে।"
"বিশ্বকাপ আয়োজনে প্রস্তাব দেওয়ার জন্য সব আয়োজক দেশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ছয়টি কনফেডারেশনের প্রেসিডেন্ট এবং তাদের দলগুলোর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই," তিনি যোগ করেন।
মরক্কো, স্পেন ও পর্তুগালের প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি মহাদেশ ও ছয়টি দেশে হবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আয়োজন করবে শতবর্ষের বিশেষ তিনটি ম্যাচ।
অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া যৌথভাবে আয়োজক হওয়ার পরিকল্পনা করলেও পরে সরে দাঁড়ায়। এরই মধ্যে অবশ্য নরওয়ের ফুটবল ফেডারেশন (এনএফএফ) সাধারণ সম্মতির ভিত্তিতে আয়োজক নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করেছে এবং ফিফার বাছাই প্রক্রিয়াকে "ত্রুটিপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ" বলে উল্লেখ করেছে।