দল এখনো মুখোমুখি হয়নি, মুখোমুখি সমর্থকরা: ইংল্যান্ড ও ওয়েলস সমর্থকদের তুমুল মারামারি!
আগামী মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েলস। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলছে ওয়েলস। তাই প্রতিবেশী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে একটু বেশিই উত্তেজিত তারা। তবে দল এখনও মুখোমুখি না হলেও সমর্থকরা ঠিকই মুখোমুখি হয়ে গেছেন। গতকাল রাতে স্পেনের টেনেরিফ দ্বীপের এক রিসোর্টে মারামারি বেধে গেল ইংল্যান্ড ও ওয়েলস সমর্থকদের মধ্যে। খবর ডেইলি মেইলের।
টুইটারে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি নাইটক্লাবে একদল যুবক কয়েকজন বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝগড়া করছেন। আশপাশে ডজনখানেক মানুষ সেই ঘটনা নিজের ফোনে ভিডিও করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, নাইটক্লাবের বাইরে মারামারি চলছে। দেখা গেছে, তারা একে অপরকে ঘুসি মেরে মাটিতে ফেলে দিচ্ছেন।
মারামারিতে লিপ্ত অনেকের গায়ের ইংল্যান্ড ও ওয়েলসের ফুটবল টিমের টি-শার্ট দেখা গেছে।
প্রায় দুই মিনিটের ভিডিওটি ২ লাখের বেশি ভিউ পেয়েছে।
এ ঘটনাকে অনেক টুইটার ব্যবহারকারী 'বিব্রতকর' বলে মন্তব্য করেছেন।
একজন লিখেছেন: 'আমরা সবসময় দেশের বাইরে নিজেদের এভাবে বিব্রত করি কেন? অন্য ইউরোপিয়ানরা কি হলিডে রিসোর্টে এরকম করে?'
কয়েকটি দেশের হাজার হাজার ফুটবল ভক্ত স্পেনের বিভিন্ন দ্বীপে উড়ে গেছেন উষ্ণ আবহাওয়ায় বসে বিশ্বকাপের খেলা দেখতে।
ধারণা করা হচ্ছে, প্রায় ২ হাজার ৫০০ ওয়েলস সমর্থক টেনেরিফে গেছেন ছুটি কাটাতে কাটাতে ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য।