পেনাল্টি নিয়ে মাঠেই মেসির সাথে বাজি ধরেছিলেন পোলিশ গোলকিপার!
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না, তাই শুরু থেকেই দাপুটে খেলা দেখিয়েছে লিওনেল মেসির দল। কিন্তু ম্যাচের প্রথমার্ধে মেসির একটি বিতর্কিত পেনাল্টি নিয়ে মাঠেই মেসির সাথে বাজি ধরেছিলেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি! আবার সেই বাজিতে হেরেও গিয়েছেন তিনি!
উত্তেজনাকর ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ এবং গোলমুখে বেশ কয়েকটি শট নিলেও গোল করতে সক্ষম হয়নি। বলা যায়, গোলবারের সামনে দুর্গ হয়ে একাই লড়াই করেছেন সেজনি। কিন্তু এক পর্যায়ে মেসি ফাউলের শিকার হলে আর্জেন্টিনার একটি পেনাল্টি পাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
অন্য অনেকের মতো পোলিশ গোলকিপারও নিশ্চিত ছিলেন যে আর্জেন্টিনা এই পেনাল্টি পাবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 'ভার' এর মাধ্যমে পরীক্ষা করার পর আর্জেন্টিনা পেনাল্টি পায়।
কিন্তু পেনাল্টি পাবে না আর্জেন্টিনা- এ নিয়ে মাঠের মধ্যেই মেসির সাথে ১০০ ইউরো বাজি ধরে ফেলেছিলেন পোলিশ গোলকিপার। ভার-এর সিদ্ধান্তের পর বাজি তিনি হেরেছেন বটে, কিন্তু পেনাল্টিতে মেসির শট প্রতিহত করে ইতিহাস গড়েছেন ভয়চেক সেজনি।
আর্জেন্টিনার সাথে হারলেও অন্য সমীকরণে জিতে ঠিকই নকআউট পর্বে পৌঁছেছে পোল্যান্ড। ম্যাচ শেষে পোলিশ গোলকিপার বলেন, "আমরা (মেসি ও তিনি) পেনাল্টির আগে কথা বলেছিলাম। আমি মেসির সাথে ১০০ ইউরো বাজি ধরেছিলাম যে আর্জেন্টিনা এই পেনাল্টি পাবে না। অর্থাৎ, মেসির কাছে বাজিতে হেরেছি আমি।"
কিন্তু বাজিতে হারলেও সেই টাকা দিতে নারাজ পোলিশ গোলকিপার। তিনি আরও বলেন, "আমি জানিনা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগুলোর অনুমতি আছে কিনা, হয়তো এ বাজি ধরার জন্যে আমাকে নিষিদ্ধই করা হবে। কিন্তু তাতে এখন আমার কিছু যায় আসে না। আর আমি মেসিকে বাজির টাকাও দিব না। ১০০ ইউরো দিয়ে সে আর কিইবা করবে!"
মেসির পেনাল্টি রুখে দেওয়া সম্পর্কে ভয়চেক সেজনি বলেন, "হ্যাঁ, এটা ভালো ব্যাপার ছিল। আমি তখন জানতাম না যে এটা আমাদেরকে গ্রুপ পর্ব পার হতে সাহায্য করবে, তাই আমি উদযাপন করিনি। তবে বড় বড় টুর্নামেন্টে আমি কিছু দুর্ভাগ্যের শিকার হয়েছি। চার বছর আগের বিশ্বকাপ আমার জন্য খুব বাজে অভিজ্ঞতা ছিল। আমার কাছে দলের প্রত্যাশা রয়েছে এবং গত দুই ম্যাচে আমি চেষ্টা করেছি দলকে কিছুটা সাহায্য করতে।"
আসছে রোববার কাতারের আল-থুমামা স্টেডিয়ামে নকআউট পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।