মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর এবারের ব্যালন ডি'অর হাতে না ওঠায় মন খারাপই হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের। পুরস্কারটি উঠেছিল স্পেনের রদ্রির হাতে। যা বেশ বিতর্ক হয়েছিল। ফিফা বর্ষসেরার দৌড়েও ভিনিসিয়ুসের বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি, ছিলেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিও। তবে এবার আর মন খারাপ বা বিতর্ক নয়, মেসি-রদ্রিদের হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস।
মঙ্গলবার রাতে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডকে বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়। ভিনিসিয়ুসের হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফা বর্বষেরার পুরস্কার জিতলেন তিনি।
গত ২৯ নভেম্বর ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকা করা হয়। এই তালিকায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে, দানি কার্ভাহাল, আর্লিং হলান্ড, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল ও টনি ক্রুস।
পুরস্কারের জন্য বিবেচনা করা সময়ে জাতীয় দলের হয়ে উল্লেখযোগ্য কোনো অর্জন করতে না পারলেও ক্লাব ফুটবলে ভিনিসিয়ুসের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে ভিনিসিয়ুসের পা থেকে। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন এই ফরোয়ার্ড।
নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি। এর আগে টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি'অরও জেতেন তিনি। সেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি। সেরা নারী কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ এমা হেইস।সেরা পুরুষ গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমিলয়ানো মার্তিনেজ। বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালিসা নায়েহার।
পুরুষ ফুটবলে সেরা গোলের জন্য 'ফিফা পুসকাস অ্যাওয়ার্ড' জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। ২০২৩ সালের নভেম্বরে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার করা দুর্দান্ত ওভারহেড কিক গোলটি তাকে এ স্বীকৃতি এনে দেয়।
মেয়েদের ফুটবলে সেরা গোলের পুরস্কার ফিফা এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড মার্তার নামে দিয়েছে। নিজেই এই পুরস্কারের প্রথম বিজয়ী হয়েছেন মার্তা, যখন গত জুনে জ্যামাইকার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন তিনি। বক্সের সামনে থেকে একজনকে কাটিয়ে জোরালো শটে গোলটি করেন মার্তা।
সেরা খেলোয়াড়-কোচ নির্বাচনে ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক এবং নির্বাচিত সাংবাদিকদের ভোটের পরিমাণ ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ ভোট দেন দর্শকরা।
পুরস্কার জিতলেন যারা
বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র
বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গার্নাচো
মার্তা অ্যাওয়ার্ড: মার্তা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা