রোনালদোকে অপমান করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়: পর্তুগাল কোচ
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। একই ম্যাচে বদলির সময় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় চো গে সুং পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পর্তুগাল একাদশে রোনালদো থাকলেও কোচ তাকে ম্যাচের পুরো সময় মাঠে খেলাননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্কোরলাইন যখন ১-১, ঠিক তখনই রোলানদোকে উঠিয়ে নেন কোচ সান্তোস। আর ম্যাচের মাত্র ৬৫ মিনিটে এ বদলির সময় রোনালদোকে কিছুটা অসন্তুষ্ট বলেই মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, ম্যাচ যখন ড্রয়ের পথে তখন পুরো ম্যাচ না খেলিয়ে রোনালদোকে বলদি করায় তিনি হয়তো কোচের প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছেন।
কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর এ বিরক্তি সম্পর্কে কোচের কাছে জানতে চাইলে সাংবাদিকেরা পান এক ভিন্ন তথ্য। পর্তুগাল কোচ সান্তোসের দাবি, বদলির সিদ্ধান্তে নয় বরং কোরিয়ান ফুটবলার চো গে সুংয়ের সঙ্গে কথা–কাটাকাটির জেরেই অসন্তুষ্ট ছিলেন রোনালদো। সান্তোস বলেন, "মাঠে রোনালদোর সাথে দক্ষিণ কোরিয়ার সেই ফুটবলারের বাক্যবিনিময় আমি দেখেছি। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনারা যদি ম্যাচের সে সময়ের ছবি দেখেন, তবে দেখবেন যে, রোনালদোর সতীর্থ পেপেও কথা–কাটাকাটি দেখে সেই কোরিয়ান ফুটবলারের দিকে ছুটে যাচ্ছিলেন।"
পর্তুগাল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলেও দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটি ছিল শেষ ষোলোর টিকেট নিশ্চিতের শেষ সুযোগ। কোচ সান্তোস বলেন, "বদলির সময় কোরিয়ার একজন খেলোয়াড় রোনালদোকে ইংরেজিতে মাঠ থেকে দ্রুত বেরিয়ে যেতে বলেছিল। আর ঠিক এই কারণেই অসন্তুষ্ট ছিলেন রোনালদো। কোরিয়ার সেই খেলোয়াড় যদিও শারীরিকভাবে আক্রমণাত্মক ছিলেন না, কিন্তু তিনি মৌখিকভাবে আক্রমণাত্মক ছিলেন।"
রোনালদোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের বিতর্কিত এ কর্মকাণ্ডের বিষয়ে কোচের এ দাবির সত্যতা নিশ্চিত করেছেন রোনালদো নিজেই। তিনি বলেন, "কোচের বদলির সিদ্ধান্তে আমি অখুশি নই, বরং আমাকে বদলির সময় কোরিয়ান ফুটবলার চো গে সুং দ্রুত মাঠ থেকে বেড়িয়ে যেতে বলে। আমি তখন তাকে চুপ থাকতে বলি, কেননা আমাকে এ কথা বলার অধিকার তার নেই।"
গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে কাতারের এডুকেশন সিটির স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগাল হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে গিয়েছে পর্তুগাল। ম্যাচের পরাজয় সম্পর্কে কোচ সান্তোস বলেন, "ম্যাচের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট নই। যদিও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তবুও আমরা নিজেদের উজ্জীবিত রাখতে ম্যাচটি জিততে চেয়েছিলাম। এই ম্যাচের ফলাফল আমার জন্য সতর্কতা হিসেবে কাজ করবে।"
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এ ম্যাচটিতেও গোলের দেখা পায়নি রোনালদো। ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে পেনাল্টিতে মাত্র একটি গোল করতে পেরেছেন রোনালদো। এছাড়াও কাতার বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানের সাথে বিতর্কিত সাক্ষাৎকার ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্কের সমাপ্তির কারণে বাড়তি চাপের মুখে রয়েছেন রোনালদো। এমতবস্থায় রোনালদোর যখন শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার কথা, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের সাথে এ বিতর্ক রোনালদো ভক্তদের জন্য এক বাড়তি অস্বস্তির কারণ।