গোল করেই চলেছেন রোনালদো, জিতেছে আল-নাসের
সৌদি লিগ হোক কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিতে চলেছে আল-নাসেরও। সৌদি প্রো লিগে আল-শাবাবকে তাদেরই মাঠে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছেন রোনালদোরা।
এই ম্যাচে করা গোলসহ চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৩৫ ম্যাচ খেলে ৩৪টিতে। শুধু লিগেই করেছেন ২০ ম্যাচে ২২ গোল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই আছে আল-নাসের।
আল-শাবাবের মাঠে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সিআর সেভেন। প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে পেনাল্টি থেকেই আল-শাবাবকে সমতায় ফেরান কারাস্কো। বিরতি থেকে ফিরে আবারও আল-নাসের এগিয়ে যায় তালিস্কার গোলে।
৬৭ মিনিটে স্বাগতিকরা দ্বিতীয়বার সমতায় ফেরে কার্লোসের গোলে। রুদ্ধশ্বাস ম্যাচটিতে আল-নাসেরকে জয় এনে দেন তালিস্কা। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।