আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এডেন হ্যাজার্ড
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অন্যতম তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ড। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে ০-০ গোলে ড্র করে 'এফ' গ্রুপে তৃতীয় স্থান নিয়ে খেলা শেষ করে বেলজিয়াম। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নামলেও কোনো গোল করতে পারেননি হ্যাজার্ড। বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের উদ্দেশ্যে বার্তা জানিয়ে নিজের অবসরের খবর নিশ্চিত করেছেন হ্যাজার্ড। এই পোস্টে তিনি লিখেছেন, "আজ জীবনের একটা পর্যায়ের অবসান ঘটলো... সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আপনাদের সবার সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ সাল থেকে আমার সব আনন্দের সঙ্গী হয়ে ছিলেন যারা, তাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার উত্তরসূরি তৈরিই আছে। সবাইকে ভীষণ মিস করবো আমি..."
২০০৮-২০২২ সাল পর্যন্ত বেলজিয়ামের হয়ে মোট ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হ্যাজার্ড; গোল করেছেন ৩৩টি। এডেন হ্যাজার্ডের অবসরের মাধ্যমে বেলজিয়ামের তথাকথিত 'সোনালি প্রজন্ম'র যুগ শুরু হলো। বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজও আগেই ঘোষণা দিয়েছিলেন যে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সাথেসাথেই পদত্যাগ করবেন।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন এডেন হ্যাজার্ড। বর্তমানে রিয়াল মাদ্রিদে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি।
সূত্র: গোল