ইংল্যান্ড তাকে থামাতে চাইবেই, কিন্তু কিলিয়ান কিলিয়ানই!: দিদিয়ের
আজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ। কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার লক্ষ্যে খেলছে ফ্রান্স, অন্যদিকে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ট্রফি আবার হাতে পেতে মরিয়া ইংলিশরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে এক প্রেস কনফারেন্সে কথা বলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মতে, ইংল্যান্ড এমবাপ্পেকে থামানোর পরিকল্পনা করলেও, নিশ্চয়ই কোনো না কোনো সমাধান খুঁজে বের করবেন দুর্দান্ত এই পিএসজি তারকা। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।
মেসি, নেইমার, রোনালদো ছাড়াও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কাতার বিশ্বকাপের বাজার বেশ সরগরম। এখন কিলিয়ান এমবাপ্পে মানেই যেন উন্মাতাল এক ঝড়! প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দিতে যেন সর্বদা প্রস্তুত তিনি!
ফ্রান্স–ইংল্যান্ড ম্যাচ ঘনিয়ে আসায় আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিদ্যুৎগতিতে ছুটে যাওয়া এই ফরাসি স্ট্রাইকার।
ফ্রান্সের গত বিশ্বকাপ জয়েও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এবারও প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ভেঙেছেন ফুটবলের রাজা পেলের রেকর্ড।
পেলে তাঁর ২৪ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে ৭ গোল করেছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের প্রথম গোলে ২৪ বছর বয়সে পদার্পণ করার আগে সেই রেকর্ড ভেঙে দেন এমবাপ্পে।
আসন্ন ম্যাচ নিয়ে আশাবাদী দিদিয়ের। তার দলকে নিয়েও বেশ সন্তুষ্ট। তার মতে লে ব্লু'রা শান্ত একটি দল। বিশ্বকাপকে যে ভালোভাবেই উপভোগ করছেন তা বোঝা গেল তার কথায়। তিনি বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ধীরস্থির রয়েছি। আর এটা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল! কেবল খুশি আর খুশি!'
তার দলের কোয়ার্টার ফাইনাল টপকে বিশ্বকাপের পরবর্তী ধাপে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ৫৪ বছর বয়সী এই কোচ।
প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে প্রশ্নের উত্তরে দিদিয়ে জানান, তার মতে, আপাতদৃষ্টিতে ইংল্যান্ডের খুব বেশি দুর্বলতা নেই।
তিনি বলেন, 'তাদের খুব বেশি দুর্বলতা নেই। প্রত্যেকটি দলের ভালো কিছু বৈশিষ্ট্য রয়েছে যার গুণে তারা ভালো খেলে। আবার তুলনামূলকভাবে কিছু দুর্বল দিকও থাকে। তাই আমাদের ইংল্যান্ডের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে হবে। তবে কীভাবে প্রতিপক্ষকে আক্রমণ করার সঠিক জায়গাটি বের করা যায়- তা মোটেও সহজ কাজ নয়।'
চলতি আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ইংল্যান্ড। তাদের রক্ষণও যথেষ্ট দুর্ভেদ্য। কিন্তু ফ্রান্স দলের সবচেয়ে বড় শক্তি এমবাপ্পে। ২৩ বছর বয়সী এই ফুটবলার যে খেলার রং বদলে তাদের এ টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারেন - সে বিষয়ে নিশ্চয় ওয়াকিবহাল হ্যারি কেনরা। তাই তাকে কিভাবে আটকানো যায়, সে উপায় হসেবে ইংল্যান্ডের পরকল্পনা থাকাটা স্বাভাবিক। এক্ষেত্রে এমবাপ্পেকে কৌশলী সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। তবে এমবাপ্পের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন দিদিয়ে।
তিনি বলেন, 'এমবাপ্পের ওপর তাদের বিশেষ নজর থাকাটা স্বাভাবিক। কিন্তু চাপ সামলানোর ক্ষমতা তার আছে। সে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই সব প্রতিপক্ষেরই তাকে আটকানোর পরিকল্পনা থাকে। কিন্তু কিলিয়ান তো কিলিয়ান! সে সমাধান খুঁজে বের করবেই।'