সমালোচনার মুখে ইংল্যান্ডে নিলামে বিক্রয় থেকে সরিয়ে নেওয়া হলো আদিম মানবের দেহাবশেষ
সমালোচনার মুখে ইংল্যান্ডের নিলাম প্রতিষ্ঠান দ্য সোয়ান আদিম মানবের মাথার খুলিসহ বেশ কয়েকটি দেহাবশেষ বিক্রয় থেকে সরিয়ে নিয়েছে। এ নিলাম প্রতিষ্ঠান ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার কাউন্টির টেটসওর্থে অবস্থিত।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, 'দ্য কিউরিয়াস কালেক্টর সেল' শীর্ষক আসন্ন নিলাম থেকে দুই ডজনেরও বেশি আইটেম বাতিল করা হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে ১৮ শতকের একটি সঙ্কুচিত মানব মাথা, যা ২০ হাজার থেকে ২৫ হাজার ইউরোয় (২৬ হাজার-৩৩ হাজার মার্কিন ডলার) বিক্রির আশা করা হয়েছিল। এটি এর আগে প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের মালিকানায় ছিল।
উল্লেখ্য, সঙ্কুচিত মানব মাথা হলো একটি বিচ্ছিন্ন ও বিশেষভাবে প্রস্তুত করা মাথা। এর আকার সাধারণ মাথার আকারের চেয়ে ছোট হতো। পেরু ও পূর্ব ইকুয়েডরের জিভারো উপজাতির মানুষেরা এ মাথা তৈরি করত, যা বিভিন্ন আচার, রীতি-নীতি পালন কিংবা অন্যান্য উদ্দেশে ব্যবহার করা হতো।
যেসব আইটেম বাতিল করা হয়েছে, সেগুলোর মধ্যে সলোমন দ্বীপপুঞ্জের আদিম মানবের একটি, বেনিনের ফন উপজাতির মানুষের একটি ও কঙ্গোর আদিম মানবের একজোড়া মাথার খুলি রয়েছে।
এছাড়াও ১৯ শতকের শিংওয়ালা নাগা মানবের মাথার খুলি হিসেবে উল্লিখিত আরেকটি আইটেম বাতিল করা হয়েছে।
এদিকে নাগা মানবের মাথার খুলি নিলামে তোলার খবরে এর সমালোচনা করেছেন ভারতের নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। তিনি এক চিঠিতে তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ এভাবে নিলামে বিক্রি বন্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ কামনা করেছেন।
চিঠিতে রিও লিখেছেন, তিনি ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশনের (এফএনআর) মাধ্যমে ওই নিলামের বিষয়ে জেনেছেন। তাকে লেখা চিঠিতে এফএনআর জানিয়েছিল যে তারা এ ধরনের হিংসাত্মক অনুশীলনের নিন্দা জানায়, যেখানে আদিবাসী পুর্বপুরুষদের দেহাবশেষ এভাবে নিলাম করা হয়।
এ ধরনের নিলামের সমালোচনা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন পিট রিভার্স মিউজিয়ামের পরিচালক লরা ফন ব্রোখোভেন এক এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, নিলাম থেকে অবিলম্বে নাগা, শুয়ার, দায়াক, কোটা, ফন, ভিলি মানুষের এবং পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, নাইজেরিয়া, কঙ্গো, ইকুয়েডর, নাগাল্যান্ড, বেনিনের অন্যান্য সম্প্রদায়ের মানুষ ও পূর্বপুরুষের দেহাবশেষ সরিয়ে নিন।
এ বিষয়ে দ্য সোয়ান, এফএনআর ও পিট রিভার্স মিউজিয়ামের সঙ্গে কথা বলেছে সিএনএন।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে পিট রিভার্স মিউজিয়াম ঔপনিবেশিকতামোচন প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে এর সংগ্রহ থেকে বেশ কয়েকটি সঙ্কুচিত মাথা সরিয়ে নিয়েছিল।
অনুবাদ: রেদওয়ানুল হক