রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে বিশ্বকাপ জেতা সম্ভব না: লুইস ফিগো
তিনি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ফুটবলের যত রকম শিরোপা জেতা সম্ভব, জিতেছেন তার সবই; শুধুমাত্র বিশ্বকাপ বাদে। কিন্তু কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকান সিংহ মরক্কোর কাছে হেরে শনিবারই (১০ ডিসেম্বর) পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। রোনালদোর এই করুণ, অশ্রুসিক্ত বিদায় নিয়ে এবার মুখ খুলেছেন পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো, খবর হিন্দুস্তান টাইমসের।
একসময় ক্রিশ্চিয়ানো রোনালদোর বদৌলতেই 'ওয়ান ম্যান আর্মি' খ্যাত পর্তুগালের এবারের বিশ্বকাপ যাত্রাটা ভালো যায়নি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে মাঠে নেমেও উল্লেখযোগ্য পারফরমেন্স দেখাতে পারেননি বলে নক-আউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোকে সাইড বেঞ্চে রাখেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। দলের সবচেয়ে বড় তারকাকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে তোলপাড় শুরু হয় গণমাধ্যমে, ক্ষোভ প্রকাশ করতে ভোলেননি রোনালদো নিজেও।
যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন রোনালদো, কিন্তু তাতে পর্তুগালের জিততে কোনো অসুবিধা হয়নি। সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল পর্তুগাল; এমনকি তাদেরকে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছিলো।
কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে মরক্কোর দেওয়া এক গোলই শোধ করতে পারেনি পর্তুগাল। আর শনিবারের ম্যাচেও প্রথমার্ধে পুরো সময়টাই রোনালদোকে বেঞ্চে রেখেছেন কোচ সান্তোস। দ্বিতীয়ার্ধে রোনালদো মাঠে নামার পর পর্তুগালের খেলায় কিছুটা গতিও বেড়ে যায় এবং গোলের সুযোগও তৈরি করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। কিন্তু কিছুতেই আর সমতায় ফিরতে পারেনি পর্তুগাল।
এমনকি মরক্কোর খেলোয়াড় রোমান সাইস ইনজুরিতে মাঠে ছাড়লে এবং অতিরিক্ত সময়ে আরেকজন খেলোয়াড় লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও, দশজনের মরক্কোর বিপক্ষেও গোল করতে পারেনি পর্তুগাল। রেফারির শেষ বাশি বাজার পর রোনালদোর কাদতে কাদতে মাঠ ছেড়ে যাওয়া হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি করে।
কিন্তু কেন কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রোনালদোকে বেঞ্চে রাখা হলো? হাজারো ভক্তের মতো পর্তুগালের সাবেক অধিনায়ক লুইস ফিগোরও একই প্রশ্ন। রোনালদোর আগে পর্তুগালের ৭ নম্বর জার্সির মালিক লুইস ফিগো পর্তুগাল কোচের এমন সিদ্ধান্তের প্রতি তীব্র ভতর্সনা ছুড়ে দিয়েছেন।
স্পোর্টস ১৮-কে দেওয়া সাক্ষাতকারে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসকে উদ্দেশ্য করে লুই ফিগো বলেন, "আপনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে ফুটবল বিশ্বকাপ জিততে পারবেন না। আপনি সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছেন? ঠিক আছে। দারুণ ফলাফল ছিল ওটা! কিন্তু আপনি কি ভেবেছিলেন প্রতি ম্যাচেই এমনটা হবে? না। রোনালদোকে একাদশের বাইরে রাখা চরম ভুল ছিল। এটা দলের ম্যানেজার ও ব্যবস্থাপনা টিমের দায়।"
কাতার বিশ্বকাপকে মনে করা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এবং এবার পর্তুগিজ অধিনায়কের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি। শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের হয় ১৯৬তম ম্যাচ খেললেন রোনালদো। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে সবচেয়ে বেশি সংখ্যকবার প্রতিনিধিত্ব করা ফুটবলার হয়েছেন রোনালদো।
কিন্তু মরক্কোর কাছে হেরে বিদায় রোনালদোর এই অর্জনকে মলিন করে দিয়েছে। অশ্রুসিক্ত নয়নে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ থেকে বিদায় নিয়েছেন পর্তুগিজ যুবরাজ।