'মন খারাপ করো না, তুমি ইতিহাস গড়েছো', মরক্কোর হারের পর হাকিমিকে এমবাপ্পের টুইট
মরক্কান ফুটবল তারকা আশরাফ হাকিমি ও ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মধ্যে গভীর বন্ধুত্বের কথা ইতোমধ্যেই সবার জানা। ক্লাব পর্যায়ে দুজনেই একসাথে খেলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইয়ে, তাই সারাবছর একসাথেই পথচলা তাদের। কিন্তু কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে বৃহস্পতিবার একে-অপরের মুখোমুখি হয়েছিল মরক্কো ও ফ্রান্স এবং এই ম্যাচে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে এমবাপ্পের দল। কিন্তু মরক্কোর পরাজয়ের পরে বন্ধুকে সান্তনা দিতে ভোলেননি এমবাপ্পে। মাঠেও এই দুজনের হৃদ্যতা চোখে পড়েছে, ম্যাচ শেষে একে অপরের সঙ্গে জার্সিও বদল করেছেন।
বৃহস্পতিবার খেলা শুরু পাচ মিনিটের মাথায় ফ্রান্সকে লিড এনে দেন থিও হার্নান্দেজ। নিজেদের রক্ষণভাগের শক্তিতে দীর্ঘ সময় ১-০ গোলের লিড ধরে রাখে ফরাসিরা। এরপর ম্যাচের ৭৯ মিনিটে মুয়ানি আরেকটি গোল করেন ফ্রান্সের হয়ে এবং ব্যবধান ২-০ হয়ে যায়। ম্যাচজুড়ে বারবার আক্রমণের চেষ্টা করলেও ফ্রান্সের তুখোড় দলটির সাথে পেরে ওঠেনি মরক্কো।
ম্যাচ শেষে বন্ধু আশরাফ হাকিমিকে স্বান্তনা দিতে দেখা গেছে এমবাপ্পেকে। এমনকি জয়ের আনন্দের মাঝেও টুইটারে হাকিমির উদ্দেশ্যে ক্ষুদে বার্তা লিখেছেন বিশ্বসেরা এই ফরোয়ার্ড। টুইট বার্তায় মরক্কান ডিফেন্ডারের উদ্দেশ্যে তিনি লিখেছেন, "মন খারাপ করো না বন্ধু, তুমি যা করেছো তার জন্যে সবাই গর্বিত। তুমি ইতিহাস গড়েছো।"
এই মুহূর্তে টুর্নামেন্টে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা (৫টি গোল) কিলিয়ান এমবাপ্পে। সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে তার সঙ্গে এগিয়ে আছেন লিওনেল মেসিও। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স।
ফ্রান্স ও আর্জেন্টিনা, দুই দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। তাই জার্সিতে আরেকটি তারকা যুক্ত করার জন্য মরিয়া দুই দলই। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ, এরপরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।