এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
লিওনেল মেসির কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, তার কাছে সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালাদো, মেসি নন। এ ছাড়াও ইসরাইল, ফিলিস্তিন, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিসহ আরও কিছু বিষয়ে বিতর্কিত পোস্ট করা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরাসি এই তারকার অ্যাকাউন্ট থেকে।
হঠাৎ এতো পোস্ট, সবই বিতর্কিত। কী হয়েছে এমবাপ্পের? এমন প্রশ্নে যে কেউই আবিষ্কার করতে পারেন, এটা অস্বাভাবিক। শুরুতেই তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা মাথায় আসবে সবার, হয়েছেও তেমনই। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ফ্রান্সের বিশ্বকপজয়ী এই ফুটবলারের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
এমবাপ্পে বোঝার আগেই এসব পোস্ট ভাইরাল হয়ে যায়। আজ সকালে এমবাপ্পে ঘুম থেকে উঠে নিশ্চয়ই চমকে গেছেন, ততোক্ষণে যে তার এক্স অ্যাকাউন্টের দখল অন্যের হাতে। '$MBAPPE' নামক এক ক্রিপ্টোকারেন্সির প্রচারণা চালানো হয়েছে, দাবি করা হয়েছে এটার মূল্য ৯ হাজার ডলারে পৌঁছেছে।
মেসিকে রীতিমতো 'অপমান' করে পোস্ট দেওয়া হয়। আটবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন তারকার ছবি দেওয়া পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলার। এই মিডজেট (খুব ছোট) আমার সর্বকালের সেরা নন।' একটি পোস্টে ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আরেকটি পোস্টে ইসরাইলের উদ্দেশ্যে গালি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কয়েকটি পোস্ট দেওয়া হয় এমবাপ্পের হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে। একটি পোস্টে লেখা হয়, 'ম্যানচেস্টার ইজ রেড।' এ ছাড়া ক্লাবটির একটি ফ্যান আকাউন্টকে প্রশংসা করে বলা হয়, 'ফুটবলের সেরা অ্যাকাউন্ট।'
এমবাপ্পে ইউনাইটেডে যাচ্ছেন বলেও একটি পোস্টে বলা হয়। যে পোস্টের নিচে হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকেই ট্যাগ করে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে খোঁচা দেওয়া হয়। এতোগুলো পোস্ট যাওয়ার পরও এমবাপ্পের পিআর টিম থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, দেওয়া হয়নি বিবৃতিও। এ নিয়ে সমালোচনা হচ্ছে, অনেকেই এটাকে অগ্রহণযোগ্য বলছেন।