কাড়াকাড়ি করে শেষ মেসির ১০ নাম্বার জার্সি, তোপের মুখে অ্যাডিডাস
মেসির নেতৃত্বে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বিশ্বব্যাপী উদযাপনে মেতে উঠেছেন লিও মেসির ভক্তরা। দেদারসে বিক্রি হচ্ছে আর্জেন্টিনার ১০ নাম্বারের জার্সি।
তবে শেষ মুহূর্তে এসে আর জার্সিও মিলছে না। অ্যাডিডাসের দোকানগুলো থেকে হতাশ হয়ে ফিরছেন আর্জেন্টিনার সমর্থকরা। বুয়েনস আইরেস থেকে মাদ্রিদ, দোহা কিংবা টোকিও সব জায়গায় একই দশা।
সাইজ ছোট থেকে বড় যাই হোক, নারী কিংবা পুরুষের হোক, কোনো জার্সিই আর মিলছে না। আর্জেন্টিনা আগে থেকেই বিশ্বের অন্যতম ফেভারিট ফুটবল দল। এবার ফাইনালে পৌঁছে যাওয়ার পর দেশটির জার্সি বিক্রি বেড়েছে আরও।
অ্যাডিডাসের ব্যবসা বাড়াতে বরাবরই ভূমিকা রেখেছে আর্জেন্টিনা। অন্য কোনো শীর্ষ ও বিশ্বব্যাপী জনপ্রিয় জাতীয় দল জার্মান এই ব্র্যান্ডের জার্সি পরে না।
এদিকে জার্সি শেষ হলে কী হবে, নকল জার্সির অভাব নেই। কিছুদিন আগে জার্সি না মেলার অভিযোগের মুখে আর্জেনটাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, 'আমাদের এখানে কিছু করার নেই। যদিও বিক্রি বাড়লে আমাদেরই লাভ। এটা অ্যাডিডাসের বিষয়। আমদানি, জনশক্তি স্বল্পতাসহ জনরোষের মতো অনেকগুলো বিষয়ের কারণেই তারা সমস্যায় পড়েছে'।
এদিকে অ্যাডিডাস এক বিবৃতিতে জানিয়েছে, রাতারাতি উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এই জার্সি যে সাড়া জাগাবে তা তারা জানত। তবে সারাবিশ্বে, এমনকি অনলাইনেও যে এই ধরনের কাড়াকাড়ি দেখা যাবে সেই অনুমান তাদের ছিল না।