বেনজেমা, পগবাদের নিয়ে সশরীরে ফাইনাল দেখতে চান ইমানুয়েল মাখোঁ
ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারা জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। খবর ডেইলি মেইলের।
ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন করিম বেনজেমা, পল পগবা ও এন'গোলো কান্তে-র মতো ফুটবলাররা।
তবে মাখোঁর ইচ্ছা আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচে এই ফুটবলাররাও স্টেডিয়ামে উপস্থিত থাকুক।
মরক্কোর বিপক্ষে সেমি-ফাইনালেও উপস্থিত ছিলে ফরাসি প্রেসিডেন্ট। ফাইনালেও সশরীরে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন এই বিশ্বনেতা।
এদিকে রিয়েল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা সেরে ওঠার পর অনুশীলনে ফিরেছেন। সেমিফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে প্রশ্ন করা হয়েছিল যে, বেনজেমা ফিট থাকলে তাকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামানো হবে কি না।
তবে দিদিয়ে এই প্রশ্ন এড়িয়ে গিয়ে সাংবাদিকদের পরবর্তী প্রশ্ন করার আহ্বান জানান।
এদিকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা বলেন, মাখোঁর বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে ফুটবলারদের কারও কোনো বক্তব্য জানা যায়নি।