আর্জেন্টিনা শিবিরে আগুয়েরো, থাকবেন মেসির রুমে
সাবেক আর্জেন্টাইন ফুটবলার সের্হিও আগুয়েরোকে ইতোমধ্যেই বেশ কয়েকবার কাতার বিশ্বকাপে দেখা গেছে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে, দুই জায়গায়ই নানাভাবে দলকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেমি-ফাইনালের পর হাসিমুখে মেসির হাতে 'ম্যান অব দ্য ম্যাচ' এর ট্রফি তুলে দিতে দেখা গেছে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। আবার নিজে পডকাস্ট শো'তে হাজির হয়ে আর্জেন্টিনা স্কোয়াডকে অনুপ্রেরণা যোগানোর চেষ্টাও করেছেন তিনি।
ফুটবল থেকে অবসর নিলেও আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা যে এক বিন্দুও কমেনি, তার প্রমাণস্বরূপ আগুয়েরো আবারও হাজির হয়েছেন আর্জেন্টিনা শিবিরে। এবার তিনি প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে একই রুমে থাকবেন। ইতিহাস রচনা থেকে আর মাত্র ৯০ মিনিট দূরে আর্জেন্টিনা। আগামীকাল কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারালেই বিশ্বকাপ জয় করবে আলবিসেলেস্তেরা। দলের এমন মুহূর্তে পুরনো বন্ধুদের পাশে থাকার উদ্যোগ নিয়েছেন আগুয়েরো।
সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সঙ্গে লিওনেল মেসির বন্ধুত্ব প্রায় দুই দশকের। জাতীয় দলে বহু ম্যাচ একসঙ্গে খেলেছেন দুজনে, তখন থেকেই তারা একই রুমে থাকতেন। এরপর স্বল্প সময়ের জন্য বার্সেলোনায়ও খেলেছেন আগুয়েরো। কিন্তু ২০২১ সালে হৃদযন্ত্রের সমস্যার কারণে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন কুন।
এবারের বিশ্বকাপে মেসি একাই একটি রুমে থেকেছেন এতদিন। আগুয়েরো ছাড়া অন্য কারো সঙ্গে রুম শেয়ারের বিষয়টি মানতে পারেননি পিএসজি তারকা। গতবছর আগুয়েরো অবসর নেওয়ার পর আবেগঘন বিবৃতি দিয়েছিলেন মেসি।
সেসময় মেসি বলেছিলেন, "বলতে গেলে আমার পুরো ক্যারিয়ারই কুনের (আগুয়েরো) সাথে। আমরা অনেক সুখ-দুঃখের সময় একসঙ্গে পার করেছি। সবকিছু মিলিয়েই আমাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছে। আর এখনও মাঠের বাইরেও আমাদের অনেক ভালো সম্পর্ক। খুব বেশিদিন আগের কথা নয়, আমাদের একসঙ্গে কোপা আমেরিকা জয়ের স্মৃতি এবং ইংল্যান্ডে ওর সব সাফল্য-অর্জন মিলিয়ে দারুণ সময় গেছে আমাদের। কিন্তু এখন তুমি আর খেলবে না ভাবলেই ভীষণ কষ্ট লাগছে। কিন্তু আমি নিশ্চিত যে তুমি এরপরেও সবার মধ্যে আনন্দ ছড়িয়ে যাবে, কারণ তুমি মানুষটাই এরকম; আর আমরা যারা তোমাকে ভালোবাসি, তারাও তোমাকে ভালোবেসেই যাবো।"
তবে আগুয়েরোর আর্জেন্টিনা শিবিরে আসা নিয়েও যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা অনেকেরই অজানা। গ্রুপ পর্বে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে আগুয়েরোকে আর্জেন্টিনা ক্যাম্পে যাওয়ার অনুমতি না দেওয়ায় আর্জেন্টিনা ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
"তারা যদি আমাকে না যেতে দিতে চায়, সেটা আমার মুখের উপর বলুক। আমি সবসময়ই এই আর্জেন্টিনা দলের সঙ্গে আছি যারা আমাদের প্রতিনিধিত্ব করে। আমরা জানি যে তারা এই জার্সির মর্যাদা রক্ষা করতে সবকিছু দিয়ে দিতে পারবে। আর লিও যেমনটা বলেছে, আমরা সবাই একসঙ্গেই চলবো", টুইটারে লেখেন আগুয়েরো।
প্রসঙ্গত, আগুয়েরো ফিফার আমন্ত্রণে কাতারে এসেছেন। বুধবার কাতারের দোহায় আর্জেন্টিনার অনুশীলন মাঠে তাকে দেখা গেছে দলের অন্যদের সঙ্গে। আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্দির ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে, তিনি অনুশীলন মাঠে হালকা ব্যয়ামও করছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস