আমরা চ্যাম্পিয়ন হতে চাই: বিশ্বকাপ ফাইনালের আগে চিঠিতে মেসির ছেলে থিয়াগো
কাতার বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা। ফ্রান্সকে মেসিবাহিনী হারিয়ে দিতে পারলেই আলবিসেলেস্তাদের দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটবে। তাই বিশ্বকাপ ফাইনালের আগে শুভকামনা জানিয়ে অজস্র বার্তা পাচ্ছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় মেসিকে চিঠি লিখেছে তারই ছেলে থিয়াগো, ফাইনালকে কেন্দ্র করে বাবাকে জানিয়েছে নিজের মনে থাকা অব্যাক্ত আবেগ।
কাতার বিশ্বকাপের শুরু থেকেই মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তিন ছেলেকে নিয়ে দোহায় বিশ্বকাপ উপভোগ করছেন। আর্জেন্টিনার সব ম্যাচে সপরিবারে গ্যালারিতে উপস্থিত থেকেছেন তিনি। ফাইনালের আগে আন্তোনেলা জানিয়েছেন, ম্যাচটির গুরুত্ব বুঝতে পারছে মেসির ১০ বছরের ছেলে থিয়াগোও।
একটি ছবি শেয়ার করে ছেলে থিয়াগোর চিঠিটির কথাটি জানিয়েছেন আন্তোনেলা। বাবাকে থিয়াগো লিখেছে, "আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।"
বাবাকে হাতে লেখা ঐ চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেছে। চিঠিতে থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে, সেই গানটি সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতার পর পুরো স্টেডিয়াম জুড়ে আর্জেন্টিনা সমর্থকেরা গেয়েছিল।
ল্যাটিন এ গানটির বাংলা অর্থ এই যে, "ছেলেরা, আমরা আবারও স্বপ্ন দেখছি। আমরা তৃতীয় শিরোপাটি জিততে চাই। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।" ফাইনালের আগেও ল্যাটিন এ গানটি গেয়ে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী নিজেদের আবেগ প্রকাশ করছেন যার থেকে বাদ যায়নি মেসির ছেলে থিয়াগো।
২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি যেয়েও ফাইনালে জার্মানির কাছে স্বপ্নভঙ্গ হয় মেসিবাহিনীর। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপই যে মেসির শেষ বিশ্বকাপ সেটাও অনেকটা অনুমেয়। আর তাই ফ্রান্সের বিপক্ষে এ ফাইনাল ম্যাচটিতে জয়লাভ করলে আজকের ম্যাচটিই হয়ে যেতে পারে মেসির জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ। কিংবা ম্যাচটিতে পরাজিত হলে অজস্র সব ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে মেসি হয়ে যেতে পারেন শুন্য হাতে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করা কোনো ট্র্যাজিক হিরো।
সূত্র: মার্কা