মেসি-সুয়ারেজের গোলে জয়ের ধারায় ফিরল মায়ামি
গোলের দেখা পেলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। জয়ের পথে ফিরল ইন্টার মায়ামিও। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল টাটা মার্তিনোর দল। আজ মেজর লিগ সকারে স্পোর্টিং কেসিকে তাদের মাঠে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন লুইস সুয়ারেজ।
তিন দিন আগে মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছিলেন মেসি-সুয়ারেজরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের গত ছয় ম্যাচের মধ্যে মায়ামি হেরেছে তিন ম্যাচ, ড্র দুটিতে ও জয় পেয়েছে একটি।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের মাত্র ছয় মিনিটে গোল হজম করে মায়ামি। এরপর ১৮ মিনিটে মেসির পাস থেকে মায়ামিকে সমতায় ফেরান ডিয়োগো গোমেজ। ৫১ মিনিটে মেসি নিজেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন।
তবে ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পোর্টিং কেসিকে সমতায় ফেরান এরিক থমি। ৭১ মিনিটে মায়ামিকে জয় এনে দেওয়া গোলটি করেন লুইস সুয়ারেজ। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মার্টিনোর দল।
সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নিউইয়র্ক রেড বুলস। আগামী রোববার লিগে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।