ফের ব্যর্থ সাকিব, হারের বৃত্তে মোহামেডান
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে আছেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে থাকা সাকিব বৃহস্পতিবারও ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন। তার হতাশার দিনে দল মোহামেডানও হেরেছে বাজেভাবে।
ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লেজেন্ডেস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাটিং করা মোহামেডান পুরো ইনিংসে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১৩ রান তোলে। জবাবে এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় লেজেন্ডস অব রূপগঞ্জ।
লিগের শুরু থেকেই সাকিব ব্যর্থ। বল হাতে কিছু উইকেট পেলেও কোনো ম্যাচেই ব্যাট হাতে দলকে পথ দেখাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শেষ তিন ম্যাচে সাকিবের মতো অবস্থা তার দলেরও। প্রথম তিন ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হারলো ঐতিহ্যবাহী ক্লাবটি।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর থেকেই নিজের ছায়া হয়ে আছেন সাকিব। নিষেধাজ্ঞার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি, আইপিএল ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ১২.২৭ গড়ে তার রান ২২১। এর মধ্যে সর্বোচ্চ রান ২৯, সেটা এই প্রিমিয়ার লিগে। এই আসরে ৬ ম্যাচে ১২.১৭ গড়ে সাকিবের রান ৭৩।
মোহামেডানের দেওয়া ১১৪ রানের লক্ষ্যে শুরুটা দাপুটে হয় রূপগঞ্জের। উদ্বোধনী জুটিতে ৮৯ রান যোগ করেন পিনাক ঘোষ ও মেহেদী মারুফ। ৪১ রান করে মারুফ ফিরলেও পিনাক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পিনাক। বাঁহাতি এই ওপেনার ৫১ বলে ৫টি চার ও একটি ছক্কায় হার না মানা ৫১ রান করেন। ১৪ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
এরআগে ব্যাটিং করা মোহামেডোন শেষ পর্যন্ত ১১৩ রানে পৌঁছালেও তাদেরকে পাড়ি দিতে হয় বন্ধুর পথ। দলীয় ২৭ রানের মধ্যেই ফিরে যান ছয়জন ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ১০ রান করেন পারভেজ হোসেন ইমন। মাহমুদুল হাসান, সাকিব আল হাসান ও নাদিফ চৌধুরী রানের খাতাই খুলতে পারেননি।
মোহামেডান ১০০ ছাড়ানো সংগ্রহ পায় শুভাগত হোমের ব্যাটে। ডানহাতি এই অলরাউন্ডার ৩২ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৫২ রান করেন। ২৫ বলে ১৫ রান করেন আবু হায়দার রনি। রূপগঞ্জের সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ, নাঈম ইসলাম ও কাজী অনিক ২টি করে উইকেট নেন।
আবাহনী-শাইনপুকুর
সাকিব ও তার দলের হতাশার দিনে দারুণ জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। রান পাহাড় গড়া আবাহনী ডিএল মেথডে শাইনপুকুরকে ২৫ রানে হারিয়েছে। বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং আবাহনী ৫ উইকেটে ১৮৩ রানে তোলে। ম্যাচ সেরা নাঈম শেখ ৭০, আফিফ হোসেন ধ্রুব ৫০, নাজমুল হোসেন শান্ত ১৮ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ রান করেন। শাইনপুকুরের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ২৩ রান খরচায় ৪টি উইকেট নেন।
জবাবে শাইনপুকুর ১৭ ওভারে ৫ উইকেটে ১২৩ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। ডিএল মেথডে ১৭ ওভারে শাইনপুকুরের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রান। নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ায় আবাহনীকে ২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। শাইনপুকুরের তানজিদ হাসান তামিম ২৯, রবিউল ইসলাম রবি ২২, অধিনায়ক তৌহিদ হৃদয় ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ রান করেন। ৩টি উইকেট নেন সাইফউদ্দিন।