বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ম্যাচে খেলবেন কোহলি-ধাওয়ানরা!
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মার্চে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই দুটি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারতের চার তারকা ক্রিকেটার।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক খবরে বলেছে, এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কুলদ্বীপ যাদব।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের খবরে জানিয়েছে, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি খেলোয়াড়দের প্রাপ্যতা যাচাই করে বিসিবি বরাবর ভারতের এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছে।
যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পরিস্কার কোনো তথ্য পাওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে চূড়ান্ত কিছু না হলে আমরা কারও নামই প্রকাশ করতে পারব না। তারা হয়তো তাদের দায়িত্বে বলেছে। আমাদের রেফারেন্সে কিছু বলার কথা নয়।’
তবে কোহলি-ধাওয়ানরা যে আসবেন না, এ জাতীয় কোনো কথা বলেননি তিনি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের একটা প্রক্রিয়া আছে। আরও সময় লাগবে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। সাইন, সিলড ডকুমেন্ট ছাড়া কথা বলা ঠিক হবে না। একটা বললাম, পরে হলো না, সেটা ঠিক হবে না। খেলোয়াড়দের অ্যাভেলিবিলিটির ব্যাপারটা সেনসিটিভ।’
বিসিবির প্রধান নির্বাহীর কথায় মনে হয়েছে, বিরাট কোহলিদের আসার ব্যাপারটি প্রক্রিয়াধীন। তবে সেটা এখনই জানাতে চায় না বিসিবি। তিনি বলেন, ‘একটা খেলোয়াড় কনফার্ম হলো কিন্তু দেখা গেল ইনজুরড হয়ে গেল। এ রকম তো অনেকেই কনফার্ম হয়েছে, কথা হচ্ছে। এর মধ্যে আবার দুই-একজন বাদও হয়ে যাচ্ছে। এটা খেলার আগ মুহূর্তে বলাটা ভালো হবে। সাইন এন্ড সিলড ডুকমেন্টের পাশাপাশি এখানে খেলোয়াড়দের ইনজুরিও বিষয়টি বিবেচনায় থাকে।’
পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়েরও এশিয়া একাদশের হয়ে খেলার কথা শোনা গেছে। কিন্তু বিসিসিআইয়ের সদস্য সচিব জয়েশ জর্জ জানিয়েছেন এমনটি হচ্ছে না। তিনি বলেন, ‘এশিয়া একাদশে পাকিস্তানের কোনো খেলোয়াড় থাকবে না, এই বিষয়টি নিয়ে আমরা সতর্ক আছি। বার্তাটি হচ্ছে, দুই দেশ থেকে একসঙ্গে ক্রিকেটার যাওয়ার প্রশ্নই আসে না।’
আগামী মাসের তৃতীয় সপ্তাহে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই ম্যাচ দুটি ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে।