রাহি-তাইজুলে থামানো গেল ওয়েস্ট ইন্ডিজকে
৫ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলো। প্রথম দিন ৯০ ওভারে ২২৩ রান তোলা ক্যারিবীয়রা এদিন ৫২.২ ওভারে যোগ করেছে ১৮৬ রান। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এনক্রুমাহ বনার এদিন ১৬ রান করেছেন। ৯০ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
এরপর জুশয়া ডা সিলভা ও আলজারি জোসেফ মিলে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের বিপক্ষে ১১৮ রানের জুটি গড়েন তারা। তাইজুল ইসলাম ও আবু জায়েদর রাহির বোলিংয়ে তাদের থামানো গেছে। ডা সিলভা ৯২ ও জোসেফ ৮৩ রান করেন। ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৯ রানে। ৪টি করে উইকেট নেন রাহি ও তাইজুল। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও মিরাজ।
রাহির বোলিংয়ে ছন্দ ফিরলো বাংলাদেশ
দ্বিতীয় দিন সকাল থেকে নির্বিষ বোলিংই করে যাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। অবলীলায় রান তুলে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ৯০ রান করা এনক্রুমাহ বনারকে ফেরালেও খুব একটা লাভ হয়নি। পরের জুটিতে ১১৮ রান যোগ করেন জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ।
অবশেষে লাগাম টানলেন তাইজুল ইসলাম। ৯২ রান করা ডা সিলভাকে ফিরিয়েছেন তিনি। এরপর তোপ দাগেন আবু জায়েদ রাহি। দ্রুতই ২ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। তার শিকার ৮২ রান করা জোসেফ ও জোমেল ওয়ারিক্যান।
রান বাড়িয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ রান বাড়িয়েই যাচ্ছে। দ্বিতীয় দিন দ্রুততার সঙ্গে রান তুলছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ২৯ ওভারের প্রথম সেশনে ক্যারিবীয়দের স্কোরকার্ডে ১০২ রান যোগ হয়েছে। ৬ উইকেটে ৩২৫ রান তুলে লাঞ্চে গেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান জুশয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। ডা সিলভা ৭০ রানে ব্যাটিং করছেন। অনেকটা ওয়ান স্টাইলে খেলছেন জোসেফ। ৪৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৪ রানে অপরাজিত আছেন তিনি।
বনারকে ফিরিয়ে স্বস্তি আনলেন মিরাজ
আগের টেস্টেও ভুগিয়েছেন তিনি। কাইল মেয়ার্সের সঙ্গে ২১৬ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ছয় ছিনিয়ে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন এনক্রুমাহ বনার। ঢাকা টেস্টেও বাংলাদেশের বোলারদের শাসন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। মেহেদী হাসান মিরাজের বাধায় অবশ্য সেটা হয়নি।
৯০ রান করা বনারকে ফিরিয়ে দিয়েছেন মিরাজ। হাল্কা টার্ন করে বেরিয়ে যাওয়া ডেরিভারিতে ফ্লিক করার চেষ্টা করেন বনার। কিন্তু ব্যাট ছুঁয়ে বল জমা হয় লেগ স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে। ভাঙে বনার-জুশয়া ডা সিলভার ৮৮ রানের জুটি। ১১১ ওভার শেষে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০১ রান। উইকেটে আছেন ডা সিলভা ও আলজারি জোসেফ।