বাংলাদেশ সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশের চেয়েই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। অন্যান্য দেশ যখন করোনা মহামারিতে বিধ্বস্ত, নিউজিল্যান্ড তখন করোনামুক্ত হওয়ার ঘোষণা দেয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ায় দেশে ক্রিকেট ফেরানোর তোড়জোর শুরু করেছে দেশটি।
ইতোমধ্যে চারটি দেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ। যদিও এ বিষয়ে বিসিবি এখনও কোনো বিবৃতি দেয়নি।
নিউজিল্যান্ডের গ্রীষ্মে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও নিউজিল্যান্ড সফর করবে। এর বাইরে অস্ট্রেলিয়া নারী দলকে আতিথেয়তা দেওয়ারও পরিকল্পনা আছে তাদের। এমনই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।
জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্তমানে সরকারের সঙ্গে কাজ করছে নিউজিল্যান্ড ক্রিকেট। করোনার এই কঠিন সময়ে খেলা আয়োজনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো বায়ো বাবল অনুসরণ করবে নিউজিল্যান্ড। দলগুলোকে আতিথেয়তা দেওয়ার ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে তারা।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'আমরা বিস্ময়কর উন্নতি করছি। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে আমার, তারা সফর নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও সফর নিশ্চিত করেছে।'
হোয়াইট আরও বলেন, 'আইসোলেশন প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা আগামী দুই-এক সপ্তাহ সরকারের এজেন্সির সঙ্গে কাজ করব। তারা খুবই ভালো সমর্থন দিচ্ছে সব কাজে।'
বর্তমান এফটিপি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করার কথা। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার শুধু টি-টোয়েন্টি খেলার কথা। যদিও এসবের কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।