বাবার পর ছেলের সঙ্গে বুফনের শিরোপা জয়
তার ফুটবলের পথচলা বর্তমান প্রজন্মের অনেক ফুটবলারের বয়সের সমান। কারও কারও চেয়ে বেশিও। ১৯৯৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা জিয়ানলুইজি বুফন এখনও খেলে যাচ্ছেন স্বদর্পে। দীর্ঘ এই পথচলায় দারুণ এক অভিজ্ঞতা হলো জুভেন্টাসের ইতালিয়ান এই গোলরক্ষকের। ২২ বছরের ব্যবধানে বাবা ও ছেলের সঙ্গে শিরোপা উদযাপন করলেন বুফন।
বুধবার রাতে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে জুভেন্টাস। আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে আসরটির সেরার মুকুট জেতে ইতালিয়ান জায়ান্টরা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে দুই প্রজন্মকে এক বিন্দুতে মিলিয়ে দিলেন বুফন। বাবা ও ছেলের সঙ্গে শিরোপা জিতলেন তিনি, সেটাও একই আসরের।
এই ম্যাচে জুভেন্টাসের হয়ে একটি গোল করেছেন ফিওরেন্তিনা থেকে ধারে খেলতে আসা ফেদেরিকো কিয়েসা। বুফনের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুরও দুই বছর (১৯৯৭ সালে) পর জন্ম নেওয়া কিয়েসার বাবা এনরিকো কিয়েসার সঙ্গেও ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিলেন জুভেন্টাসের ৪৩ বছর বয়সী চিরসবুজ এই গোলরক্ষক।
পার্মার হয়ে প্রথমবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা জেতেন বুফন। ১৯৯৯ সালে পার্মার সেই শিরোপা জয়ের অংশ ছিলেন এনরিকো-বুফনরা। ২২ বছর পর এসে সেই ইতালিয়ান কাপেরই শিরোপা জিতলেন বুফন, এবার এনরিকোর ছেলের সঙ্গে। পার্মার শিরোপা জয়ে বাবা এনরিকো গোল করতে না পারলেও কিয়েসা ঠিকই জালের দেখা পেয়েছেন।
ম্যাচটি খেলতে নামার আগে বাবার সঙ্গে বুফনের শিরোপা জয়ের ব্যাপারটি মাথায় ছিল কিয়েসার। এমনকি সেটা বুফনকে বলেছেনও কিয়েসা। ম্যাচের আগে বুফনকে কিয়েসা বলেছিলেন, 'জিজি, (বুফন) তুমি অনেক শিরোপা জিতেছো। কিন্তু আমি তোমাকে মনে করাতে চাই, তুমি আমার বাবার সঙ্গে শিরোপা জিতেছো। আজ রাতে চলো এক সঙ্গে জেতার চেষ্টা করি।'