বার্সা-রিয়ালসহ ১২ ক্লাবকে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি
ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে বদ্ধপরিকর ১২টি নামি ক্লাব। অনেক চাপের মুখেও আসরটি আয়োজনে আশাবাদী সুপার লিগ কর্তৃপক্ষ। কিন্তু ইউরোপীয় ফুটবলের নিয়স্ত্রক সংস্থার কড়া হুঁশিয়ারি, যেকোনো মূল্যে টুর্নামেন্টটি বন্ধ করা হবে। ক্লাবগুলোকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের নিষিদ্ধ করার পাশাপাশি ফুটবলারদেরও জাতীয় দলে খেলতে না দেওয়ার ব্যবস্থা করতে প্রস্তুত উয়েফা।
সুপার লিগ বন্ধে ফিফাকে পাশে পেয়েছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে সমর্থন দেয়নি। শুরুতে শুধু অসমর্থনের বিষয়টি জানালেও মঙ্গলবার কড়া ভাষায় ১২টি ক্লাবকে হুঁশিয়ার করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন, কেউ নিজের পথ বেছে নিলে সেটা তার ব্যাপার। তবে কেউ দুই দিকে থাকতে পারবে না।
ফিফা সভাপতি বলেন, 'ফিফা থেকে আমরা যেটা করতে পারি, তা হলো শক্তভাবে সুপার লিগকে অস্বীকার করতে পারি। সুপার লিগ একটি বন্ধ দোকান, যা বর্তমান অবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই বিষয়ে ফিফার অসমর্থন, এতে কোনো সন্দেহ নেই। উয়েফাকে পুরো সমর্থন দিচ্ছে ফিফা।'
শুরুতে নিজেদের অবস্থান পরিস্কার করে পরে ক্লাবগুলোকে কড়া ভাষায় সতর্ক করেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলেন, 'জাতীয় দল, ক্লাব প্রতিযোগিতা ও ইউরোপিয়ান স্পোর্টসের মডেলকে রক্ষা করা আমাদের সবার কাজ। কেউ যদি নিজেদের পথ বেছে নেয়, তবে নিজেদের পছন্দ নিয়েই তাদেরকে থাকতে হবে।'
'তাদেরকে হয় ভেতরে না হয় বাইরে থাকতে হবে। কেউ অর্ধেকটা ভেতরে আর অর্ধেকটা বাইরে রাখতে পারবে না। আমাদের সবার কাজ ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল রক্ষা করা।' যোগ করেন ফিফা সভাপতি।
প্রাথমিকভাবে ক্লাবগুলোর সঙ্গে ২৩ বছরের চুক্তি করেছে সুপার লিগ। লিগটিতে অংশ নিতে স্পেন থেকে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালি থেকে যোগ দিচ্ছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৬টি ক্লাব যোগ দিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার।