ভেট্টরির চুক্তিতে পরিবর্তন আনছে বিসিবি!
নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরিকে দলের সঙ্গে পেতে ভালোই বেগ পোহাতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অনেক কাঠখড় পুড়িয়ে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভেট্টরিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। বিসিবির সঙ্গে ১০০ দিনের চুক্তি করা কিউই এই সাবেক স্পিনার কেবল সিরিজ চলাকালীন বাংলাদেশ দলের সঙ্গে থাকেন।
বিসিবির সঙ্গে এমনই চুক্তি হয়েছে ভেট্টরির। কিন্তু দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই চুক্তিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। কেবল সিরিজ চলাকালীন নয়, স্পিন বিভাগকে আরও মজবুত করতে ফাঁকা সময়ে স্পিনারদের নিয়ে ভেট্টরিকে কাজ করার ব্যবস্থা করে দিতে চায় বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
চুক্তি অনুযায়ী, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সব মিলিয়ে ১০০ দিন কাজ করবেন ভেট্টরি। এ জন্য তাকে প্রতিদিন আড়াই হাজার ডলার (প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) করে দিতে হয় বিসিবিকে।
এতই যখন খরচ হচ্ছে, তখন ভেট্টরিকে সর্বোচ্চ কাজে লাগানোর কথা ভাবছে বিসিবি। এ জন্য চুক্তিতে পরিবর্তন আনার পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
ফাঁকা সময়ে বাংলাদেশের স্পিনারদের ভেট্টরির হাতে ছেড়ে দিতে চায় বিসিবি। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘হ্যাঁ, চুক্তিতে পরিবর্তন আনার জন্য আমরা কাজ করছি।’
নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘‘এমন পরিকল্পনায় তার (ভেট্টরি) কোনো সমস্যা নেই। কারণ তার হাতে সময় আছে। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আন্তর্জাতিক ম্যাচে ড্রেসিং রুমে তার মতো একজন মানুষের উপস্থিতি ক্রিকেটারদের মানসিকতার ওপর কতটা প্রভাব ফেলবে। সব বিবেচনা করে আমাদের এটা নিশ্চিত করতে হবে, যেন তার কাছ থেকে আমরা সর্বোচ্চটা নিতে পারি।’’
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ভেট্টরির সম্পর্ক আট মাসের মতো। সুনীল যোশি দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পান তিনি। বাংলাদেশের ভরত সফর দিয়ে শুরু হয় তার মিশন।
এরপর বাংলাদেশের পাকিস্তান সফর থাকলেও সেখানে যেতে রাজি হননি নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি। জিম্বাবুয়ে সিরিজ ঘনিয়ে আসায় দুই-একদিনের মধ্যেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।