মাঠ ছাড়লেন সাকিব-সাদমান
পুরনো চোটে আবারও মাঠ ছাড়তে হলো সাকিব আল হাসানকে। তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে টান পড়ায় ম্যাচের বাকি অংশে মাঠের বাইরে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। বিশ্রামেও থাকতে হয় কয়েকদিন। ফিট হয়ে টেস্ট খেলতে নেমে একইভাবে কুঁচকিতে আবারও টান পড়েছে তার। ইনিংসের ১৭তম ওভারটি শেষ করে মাঠে ছেড়েছেন সাকিব।
এই ওভারে ঘটেছে আরও একটি বিপত্তি। সাকিবের করা ওভারের শেষ বলে শট খেলেন এনক্রুমাহ বোলার। বল গিয়ে আঘাত হানে সিলি পয়েন্টে ফিল্ডিং করা সাদমান ইসলামের পায়ে। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো পর্যবেক্ষণ করার পর মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনারও।
আবারও মুস্তাফিজের ছোবল
ইনিংসের পঞ্চম ওভারেই দলকে উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম উইকেট নিয়ে যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। দলকে আরও একটি উইকেট এনে দিলেন মুস্তাফিজ। এবার তার শিকার শেন মোজলে। মুস্তাফিজের বোলিংয়ের বিপক্ষে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। ১৩ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। উইকেটে আছেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও এনক্রমুাহ বোনার।
শুরুতেই উইকেট এনে দিলেন মুস্তাফিজ
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের শুরুটা ভালো হতে দেননি মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভারেই ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার।
মুস্তাফিজের একটি লেংন্থ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকছিল। ক্যাম্পবেল ফ্লিক করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি। এলবিডব্লিউর জোরালো আবেদনে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। কিন্তু আম্পায়ার শরিফুদ্দৌলা সৈকত সাড়া দেননি। রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় বাংলাদেশ।
মুস্তাফিজের পরের ডেলিভারিতে আরেকটি উইকেট মিলতে পারতো। এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে আঙুলও তুলে ফেলেন শরিফুদ্দৌলা। কিন্তু এবার উইন্ডিজ রিভিউ নিয়ে বেঁচে যায়। রিভিউতে দেখা যায় বল আগে ব্যাটে আঘাত করে পরে প্যাডে লেগেছে। টানা দ্বিতীয় উইকেট না পেলেও আগুনে বলে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে যাচ্ছেন মুস্তাফিজ।