মাশরাফি-নাজমুলদের জন্য সতীর্থদের প্রার্থনা
করোনাভাইরাসের ভয়াবহতা কমছে না। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বেড়েছে মৃতের হারও। দেশের সবখানে যখন থমথমে অবস্থা, প্রাণঘাতী এই ভাইরাস তখন ছোবল বসিয়েছে বাংলাদেশের ক্রিকেটে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল, ওয়ানডের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
এই তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর নাড়িয়ে দিয়েছে ক্রিকেটাঙ্গনকে। সব পর্যায়ের ক্রিকেটাররা প্রার্থনা করছেন এই তিন ক্রিকেটারের দ্রুত সুস্থতার জন্য।
মাশরাফির সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটি পোস্ট করে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, 'শক্ত থাকুন। ভাই, আপনার জন্য দোয়া করছি। সবাই তার জন্য দোয়া করবেন। সর্বশক্তিমান আল্লাহ আপনার সহায় হোন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।'
মাশরাফির একটি ছবি পোস্ট করে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, 'সব সময় আপনি চ্যাম্পিয়ন। ইনশা আল্লাহ আপনি সব প্রতিকূলতা জয় করবেন। ভাই, আপনার জন্য কোটি কোটি মানুষ দোয়া করছে। আপনাকে দেশের প্রয়োজন।'
মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার লিখেছেন, 'আশা করি, মাঠের লড়াইয়ের মতোই লড়াই করবেন এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরবেন। শক্ত থাকুন চ্যাম্প! দেশের আরও যারা কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াই করছেন, সবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।'
আক্রান্ত তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, 'মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সবাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। বিশেষ করে নাজমুল অপু তোর আব্বু-আম্মু অনেক বয়স্ক মানুষ। আল্লাহ যেন তোর আব্বু আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন।'
মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া, ইনশা আল্লাহ। মহান আল্লাহ হেফাজত করুক। দয়া করে সবাই মন থেকে দোয়া করবেন।'
এরপর নাফিস ও নাজমুলের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমাদের প্রিয় নাফিস ও অপু ভাই করোনা টেস্টে পজিটিভ। সবাই দোয়া করবেন ও নিরাপদে থাকবেন।'
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস লিখেছেন, 'মাশরাফি ভাই কোভিড-১৯ টেস্টে পজিটিভ, এটা সত্যিই দুঃখজনক। তার দ্রুত সুস্থতা কামনা করছি।' এ ছাড়া আরও অনেক ক্রিকেটারই মাশরাফি, নাফিস ও নাজমুলের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সপ্তাহ খানেক আগে করোনায় আক্রান্ত হন। তার মা ও দুই সন্তানও আক্রান্ত। শনিবার বিকালে করোনা টেস্টের ফল পান মাশরাফি। এর কিছুক্ষণ পর নাজমুলের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।