মিরপুরে ব্যাটিং অনুশীলনে নির্বাচক বাশার
ক্রিকেট ছেড়েছেন ১২ বছর হয়ে গেছে। সেই ২০০৮ সালে ব্যাট-প্যাট তুলে রেখেছেন হাবিবুল বাশার। যদিও ক্রিকেট থেকে দূরে থাকা হয়নি তার। খেলোয়াড় হিসেবে ক্রিকেট ছাড়লেও ক্রিকেটেই বসবাস বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। লম্বা সময়ে ধরে জাতীয় দল নির্বাচনের গুরু দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এই কাজ করতে মাঠেই বেশিরভাগ সময় থাকতে হয় বাশারকে। দেখতে হয় ক্রিকেটারদের খেলা। ব্যাটে-বলে ক্রিকেটাররা কেমন করছেন, সেটা দেখে দল নির্বাচন করেন বিসিবির এই নির্বাচক। এসব করতে গিয়ে ব্যাট-বল যে এখনও তাকে টানে, এর আগে বিভিন্নভাবে সেটা বোঝা গেছে।
বৃহস্পতিবার আরও একবার বাশারের ক্রিকেট প্রেম দেখা গেল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে এদিন দুপুর দেড়টা থেকে অনুশীলন শুরু করে জাতীয় দল। অনুশীলন তখন শেষের দিকে। তামিম, মুমিনুল, তাইজুলরা তখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ব্যাটসম্যান হাবিবুল বাশারের দেখা মেলে।
মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে গ্লাভস পরে ব্যাটিং শুরু করে দেন বাশার। তবে কোনো বোলারকে মোকাবেলা করেননি তিনি। একটু দূর থেকেই একজনের ছোঁড়া বলে নক করছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বেশিরভাগ সময় মাঠে কাটানো বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার সুযোগ পেলেই ব্যাট হাতে তুলে নেন। ক্রিকেটারদের ব্যাট ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন। এ কারণেই হয়তো সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা মাস্টার্স ক্রিকেট কার্নিভালে নিয়মিত অংশ নেন বাশার।
বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন হাবিবুল বাশার। তার অধিনায়কত্বে ২০০৫ সালে প্রথম টেস্ট ম্যাচ জেতে বাংলাদেশ। বাশারের নেতৃত্বে ১৮টি টেস্ট খেলা বাংলাদেশ একটি ম্যাচে জয় পায়। এ ছাড়া ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ২৯টি জয় এনে দেন সাবেক এই ব্যাটসম্যান। জয়ের গড়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা অধিনায়ক তিনি।