মুস্তাফিজের কাছ থেকে শিখছেন সাকারিয়া
বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসেও মুস্তাফিজুর রহমানের ভূমিকা তেমনই হয়ে উঠেছে। বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে ঘিরে সাজানো হয় দলটির বোলিং পরিকল্পনা। মুস্তাফিজও আস্থার প্রতিদান দিয়ে আসছেন দু হাত ভরে।
এ পথে রাজস্থানের তরুণ ক্রিকেটারদেরও দেখেশুনে রাখছেন মুস্তাফিজ। দলটির আরেক বাঁহাতি পেসার চেতন সাকারিয়া জানিয়েছেন, বাংলাদেশ পেসারকে সব সময়ই পাশে পাচ্ছেন তিনি। মুস্তাফিজের কাছ থেকে নিয়মিত শিখছেন তিনি।
মুস্তাফিজ-সাকারিয়া; দুজনই বাঁহাতি পেসার। তাদের শক্তির জায়গাও প্রায় একই। মুস্তাফিজের মতো স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কাবু করার লক্ষ্যে হাত ঘোরান ২৩ বছর বয়সী ভারতীয় এই পেসার।
এ জন্যই সাকারিয়ার সব সময়ের আগ্রহে থাকেন মুস্তাফিজ। বাংলাদেশ পেসার কোন পথে সফল হন, সেদিকে নিয়মিত নজর রাখেন সাকারিয়া। মুস্তাফিজও সতীর্থের যেকোনো জিজ্ঞাসায় আন্তরিকতার সঙ্গে সাড়া দেন।
ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা সাকারিয়া নিজেই সেটা জানালেন। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের মাঝ বিরতিতে হার্শা ভোগলে তাকে প্রশ্ন করেন, মুস্তাফিজের সঙ্গে কতোটা কথা হয়।
জবাবে সাকারিয়া বলেন, 'কথা চলতে থাকে আমাদের। তিনি আমাকে সব সময় শেখাতে থাকেন। তার ভাবনা খুবই পরিষ্কার। নিজের পরিকল্পনায় তিনি সব সময় বিশ্বাস রাখেন। বেশির ভাগ সময়ই তার জানা থাকে যে, কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে। তিনি আমাকে প্রতিবারই সাহায্য করেন।'
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থানের সবচেয়ে সফল মুস্তাফিজ ও সাকারিয়া। ৪ ওভারে ২২ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রান খরচায় সাকারিয়ার শিকারও ২ উইকেট। এরপরও অবশ্য ম্যাচটি হেরে গেছে তারা, ৩৩ রানে ম্যাচ হেরেছে রাজস্থান।