ম্যান ইউকে জেতালেন রোনালদো-লিনগার্ড
দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নামলেই পাচ্ছেন প্রতিপক্ষেল জালের ঠিকানা। ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া গোলে শুরু করা পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগেও গোলের দেখা পান। নতুন পর্বে ম্যান ইউর হয়ে তৃতীয় ম্যাচেও গোল করলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। রোনালদোর গোলের পরও অবশ্য পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল রেড ডেভিলরা।
শেষ দিকে গোল করে দলকে জেতান বদলি হিসেবে নামা জেসে লিনগার্ড। একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি ফিরিয়ে জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক দাভিদ দি হিয়াও।
পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলে ম্যান ইউ। ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রাখে ইংলিশ জায়ান্টরা। গোলমুখে ১৭টি শট নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ওয়েস্ট হ্যামের নেওয়া ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল।
৩০তম মিনিটে সাঈদ বেনরাহমার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ৩৫তম মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। ৮৯তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন লিনগার্ড। একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েস্ট হ্যাম। ঝাঁপিয়ে মার্ক নোবেলের শট ফেরান দি হিয়া।
কষ্টের এই জয়ে প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে টানা সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ডটা আরও বড় করলো ম্যান ইউ। টানা ২৯টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত আছে তারা।