রহস্য রেখে দিলেন ডমিঙ্গো
সাদা পোশাকে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। আরেকদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। একদিন বাকি থাকলেও দলের ব্যাটিং অর্ডার নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ব্যাটিং অর্ডার নিয়ে কিছু বিষয়ের আলোচনা এখনও বাকি।
ব্যাটিং অর্ডার নিয়ে ডমিঙ্গো রহস্য রেখে দিলেও সোমবারের অনুশীলন দেখে কিছুটা আন্দাজ করা গেছে। ম্যাচের পরিবেশ সৃষ্টি করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছেন তামিম, সাকিব, মুমিনুলরা। এই অনুশীলনের ব্যাটিং অর্ডার খেয়াল করলে ম্যাচের ব্যাটিং অর্ডার নিয়েও ধারণা পাওয়া সম্ভব।
উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন কে? এই প্রশ্ন গত কয়েকদিনের। তামিমের সঙ্গী নির্বাচন করতে সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিককে বাজিয়ে দেখেছে বিসিবি। দুজনকে খেলানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে। প্রস্তুতি ম্যাচ শেষে সাদমানের দিকেই ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট।
অন্তত সোমবারের অনুশীলন সেটাই বলছে। ম্যাচ পরিস্থিতি তৈরি করে যে অনুশীলন হয়েছে, সেখানে তামিমের সঙ্গী হিসেবে ব্যাটিং করেছেন সাদমান। তামিমের সঙ্গে বেশি কিছুক্ষণ ব্যাটিং করেন বাঁহাতি এই ওপেনার। সাইফ ছিলেন নেটে। এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে শান্ত তিন ও মুমিনুল চার নম্বরে ব্যাটিং করেন।
ব্যাটিংয়ে পরের দুটি জায়গা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানেরই হওয়ার কথা। সে অনুযায়ীই ব্যাটিং করেছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। এরপর সাত নম্বরে ব্যাটিং করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কেমন হতে পারে, তার একটা ধারণা মিলেছে।
যদিও ডমিঙ্গো এসব নিয়েই কিছুই বলছেন না। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, 'ব্যাটিং অর্ডার নিয়ে এখনও কিছু আলোচনা প্রয়োজন। আমার একটি ধারণা আছে কে ৩-৪-৫-৬ এ ব্যাটিং করবে।'
'অবশ্যই নির্বাচকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে হবে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গীর ব্যাপারে। আমাদের বেশ কিছু অপশন আছে। সাইফ শেষ টেস্টটি খেলেছিল। সাদমান তার আঙুল ভাঙার আগে সে ওই জায়গায় ছিল। আমাদের হাতে কিছু অপশন আছে এবং এই বিষয়েই নির্বাচকদের সঙ্গে আমার আগামী দুই ঘণ্টার মধ্যে আলোচনা হবে।' যোগ করেন তিনি।
ব্যাটিং অর্ডার নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে ধারণা দিয়েছেন ডমিঙ্গো। চট্টগ্রামের উইকেট বিবেচনায় স্পিন নির্ভর বোলিং বিভাগ সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ কোচ বলেন, 'আমাদের বেশ কিছু দারুণ তরুণ পেসার আছে। তাসকিন বেশ ভালো গতিতে বোলিং করছে, হাসান খুবই রোমাঞ্চ জাগানিয়া। এবাদত, রাহি খুবই ভালো করেছে। কিন্তু আমরা গত দুই দিনে চট্টগ্রামের উইকেট যতটা দেখেছি, তাতে পেসারদের হুমকিস্বরূপ মনে হয়নি। এটি দুর্ভাগ্যজনক যে উইকেট এ রকম। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, আমরা যেন আমাদের শক্তির জায়গা অনুযায়ী খেলি।'