রিজওয়ানের দেশপ্রেমে মুগ্ধ তাকে সারিয়ে তোলা ভারতীয় চিকিৎসক
সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সেমি-ফাইনালের লড়াইয়ের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। এমন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ওপেনারের ফ্লু এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে, তাকে দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। কোনোকিছুই অবশ্য বাধা হতে পারেনি। আইসিইউ থেকে ফিরে অজিদের বিপক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আইসিউইতে রিজওয়ানকে চিকিৎসা দেন ভারতীয় চিকিৎসক শাহির সাইনালআবদিন। এমন অবস্থা থেকে ফিরে দেশের হয়ে অবদান রাখায় রিজওয়ানকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন সাইনালআবদিন। ম্যাচের আগের রাতেই হাসপাতালে থাকা পাকিস্তান ওপেনারের মানসিক শক্তি ও দেশপ্রেম দেখে বিস্মিত তিনি।
দুবাইয়ের মেডিওর হাসপাতালের বিশেষজ্ঞ পালমোনোলজিস্ট সাইনালআবদিন জানিয়েছেন, সে সময়ে রিজওয়ানের কী অবস্থা ছিল। বুকে খুব ব্যথা ছিল রিজওয়ানের, ইনফেকশন হয়ে গিয়েছিল। কিন্তু এরপরও দেশের হয়ে খেলার কথা জানান তিনি। সাইনালআবদিনকে রিজওয়ান বলেন, 'আমি খেলতে চাই এবং দলের সঙ্গে থাকতে চাই।'
রিজওয়ানের মনোবল চমকে দেয় সাইনালআবদিনকে। তিনি বলেন, 'ভর্তির সময় রিজওয়ানের বুকে ব্যথার মাত্রা ছিল দশে দশ। এটা ছিল খুব ভয়ের। তার অবস্থা বোঝার জন্য আমরা বিষদভাবে পরীক্ষা চালাই।'
'পরীক্ষা করে দেখা যায়, ওর বুকে ইনফেকশন রয়েছে। সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে। সেমি-ফাইনালের আগে যা অবিশ্বাস্য। এই ধরনের অবস্থা কাটিয়ে সেরে উঠতে সাধারণত পাঁচ থেকে সাতদিন সময় লাগে।' যোগ করেন তিনি।
এমন শারীরিক অবস্থায় থেকেও রিজওয়ানের মাঠে ফেরার যে প্রবল মানসিক শক্তি ছিল, সেটায় বিস্মিত সাইনালআবদিন। পাকিস্তানের এই ব্যাটসম্যান দৃঢ়প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী থাকায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন ভারতীয় এই চিকিৎসক, 'গুরুত্বপূর্ণ ম্যাচে দেশের হয়ে খেলার প্রবল ইচ্ছা ছিল রিজওয়ানের। সে শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ ও আত্মবিশ্বাসী ছিল। সে যেভাবে দ্রুত সেরে উঠেছে, তাতে আমি চমকে গিয়েছি।'
রিজওয়ান অসুস্থাকে জয় করে দেশের হয়ে খেলেন, করেন মহামূল্যবান ৬৭ রান। বাবর আজম, রিজওয়ান ও ফকর জামানের ব্যাটে ১৭৬ রান তোলে পাকিস্তান। এরপরও অবশ্য জয়ের দেখা মেলেনি। ম্যাথু ওয়েডের টানা তিন ছক্কায় দ্বিতীয় সেমি-ফাইনাল জিতে ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া।