‘গাজার ভাইবোনদের’ সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান
পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে যেন আছেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করার পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
আবদুল্লাহ শফিক এবং রিজওয়ানের অসাধারণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছে পাকিস্তান। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে বাবর আজমের দল।
ওয়ানডে বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। অপরাজিত থেকে বিশ্বকাপের রেকর্ড ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে।
'বিশেষ' এই সেঞ্চুরি ফিলিস্তিনের গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। আজ টুইটে রিজওয়ান লিখেছেন, 'এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।'
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ চলছে ইসরায়েলের। ফিলিস্তিনের রাজধানী গাজায় নিহত এবং আহত মানুষদেরকে নিজের এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন রিজওয়ান।