রোনালদোকে ছাড়াই ইউরোর সেরা একাদশ
ইউরো চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫টি গোল ও একটিতে সহায়তা করে এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক। সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেও আসরের সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর।
এক মাসের মাঠের লড়াই শেষে পর্দা নেমেছে ইউরো ২০২০-এর। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। আসর শেষে সেরা একাদশ ঘোষণা করেছে টুর্নামেন্টের আয়োজন উয়েফা। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে 'টিম অব দ্য টুর্নামেন্ট' এর ১১জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে উয়েফা।
সেরা একাদশে দুই ফাইনালিস্ট ইতালি ও ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। দুই দলের ৮ জন ফুটবলার আছেন সেরা একাদশে। সর্বোচ্চ পাঁচজন ফুটবলার ইতালির। রানার্সআপ ইংল্যান্ডের তিনজনকে নেওয়া হয়েছে একাদশে। ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম থেকে একজন করে ফুটবলারকে রাখা হয়েছে।
টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা ইতালির গোলরক্ষক অনুমিতভাবেই জাল সামলানোর দায়িত্বে। রক্ষণভাগে রাখা হয়েছে কাইল ওয়াকার, লিওনার্দো বোনুচ্চি, হ্যারি ম্যাগুইয়ার ও লিওনার্দো স্পিনাৎসোলাকে।
মাঝ মাঠ সামলানোর দায়িত্বে পিয়ের-এমিল হইবিয়া, পেদ্রি ও জর্জিনিয়ো। আর আক্রমণভাগে আছেন ফেদেরিক কিয়েসা, রোমেলু লুকাকু ও রাহিম স্টার্লিং।
উয়েফার টুর্নামেন্ট সেরা একাদশ:
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ইতালি)।
ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।
মিড ফিল্ডার: পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিয়ো (ইতালি)।
ফরোয়ার্ড: ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।