বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুজন, ভারতের ছয়জন
বিশ্বকাপের সেরা একাদশে ভারতীয়দের জয়জয়কার, স্বাগতিক ও রানার্সআপ দলটি থেকে একদাশে আছেন ছয়জন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে এই একাদশে আছেন দুজন।
ভারতের ছয়জন ও অস্ট্রেলিয়ার দুজন ছাড়াও আরো তিন দলের একজন করে খেলোয়াড় আছেন বিশ্বকাপের এই সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন এই তিনজন। দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।
ভারত থেকে অনুমিতভাবেই আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি ও সর্বোচ্চ উইকেট নেওয়া মোহাম্মদ শামি৷ রোহিত শর্মা আছেন দলের ওপেনার হিসেবে।
অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জ্যাম্পা।
বিশ্বকাপের সেরা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জ্যাম্পা, মোহাম্মদ শামি।
দ্বাদশ ব্যক্তি: জেরাল্ড কোয়েটজা।