রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে ইতালিয়ান কাপের ফাইনালে ওঠে জুভেন্টাস। অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালের টিকেট পাওয়া ইতালিয়ান জায়ান্টরা শিরোপার লড়াইয়েও গোলের ঠিকানা পায়নি। এতেও অবশ্য সমস্যা ছিল না। প্রতিপক্ষ নাপোলিও গোল আদায় করতে না পারায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। আর এখানেই কপাল পুড়েছে জুভেন্টাসের।
টাইব্রেকারে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে নাপোলি। রুদ্ধশ্বাস এই লড়াই জেতার মধ্য দিয়ে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিল নাপোলি।
সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে কোনো শিরোপা জিতেছিল ইতালির ঐতিহ্যবাহী এই দলটি। সেটাও ছিল ইতালিয়ান কাপের শিরোপাই। নাপোলির শিরোপাভাগ্য ফিরলো আবারও ইতালিয়ান কাপেই।
ইতালিয়ান কাপের ফাইনালে হারে নতুন এক অভিজ্ঞতা হলো জুভেন্টাস প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রথমবারের মতো টানা দুটি ফাইনালে হারের স্বাদ নিতে হলো তাকে। গত ডিসেম্বরে সুপার কোপার ফাইনালে লাৎসিওর কাছে হেরেছিল জুভেন্টাস। রোনালদোর মতো তার দলও টানা দুই ফাইনালে হেরে শিরোপা খোয়ালো।
বুধবারে রাতে ইতালির রোমে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারের আগেই ফল আসতে পারতো। কিন্তু যোগ করা সময়ে নাপোলির দুটি অসাধারণ আক্রমণ রুখে দিয়ে জুভেন্টাসের শিরোপাস্বপ্ন বাঁচয়ে রাখেন জিয়ানলুইজি বুফন। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু পাওলো দিবালা ও দানিলোর মিসে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।
একটু একটু করে ম্যাচে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করেছে নাপোলি। শুরুতে বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে ছিল দলটি। কিন্তু সময় যতো গড়িয়েছে, নিজেদের গুছিয়ে নিয়েছে নাপোলি। যার শেষটা হয়েছে তাদের শিরোপা উৎসব দিয়ে।