লেকার, কুম্বলের পর এজাজের ইতিহাস
টেস্ট ক্রিকেটের পথচলার ৭৯ বছর পর কীর্তিটা গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার। সেই রেকর্ডে ৪৩ বছর ভাগ বসান ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। একবিংশ শতাব্দীতে রেকর্ডটি আর কেউ গড়তে পারেননি। অবশেষে অবিশ্বাস্য রেকর্ডটি নিজের করে নিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুম্বাইয়ে এজাজ প্যাটেলের স্পিন ঘূর্ণিতেই অলআউট হয়ে গেল ভারত। বিরাট কোহলিরা এক এজাজকেই দিলেন ইনিংসের সবগুলো উইকেট। প্রথম ইনিংসে ৩২৫ রান তুললেও কিউই স্পিনারকে ভালোভাবে খেলতে পারেনি স্বাগিতকরা।
মুম্বাইয়ের ছেলে মুম্বাইতেই গড়লেন ইতিহাস! হ্যাঁ, নিউজল্যান্ডের স্পিনার এজাজের জন্ম মুম্বাইতে। ১৯৮৮ সালের ২১ অক্টোবর মহারাষ্ট্র প্রদেশের বোম্বেতে (বর্তমানে মুম্বাই) তার জন্ম। পরবর্তীতে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানেই বেড়ে ওঠা, ক্রিকেটের পথচলা শুরু। জন্মের ৩৩ বছর পর সেই মুম্বাইতেই অনন্য কীর্তি গড়লেন এজাজ।
৪৭.৫ ওভারে ১১৯ রান খরচায় ভারতের সবগুলো উইকেট তুলে নেন তিনি। নিঃসন্দেহে এজাজের এটা টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং। কেবল বাঁহাতি এই স্পিনারের সেরা বোলিং-ই নয়, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেই এটা সেরা বোলিং ফিগার।
এতোদিন দেশটির সেরা বোলিংয়ের মালিক ছিলেন কিংবদন্তি পেসার রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক এই পেসারের নেওয়া ৯ উইকেট ছিল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং।
১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়াকে পাগল করে দিয়েছিলেন জিম লেকার। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে অজিদের মাত্র ৮৪ রানেই গুটিয়ে দেন দিনি। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী হয়ে ওঠেন প্রয়াত ডানহাতি এই অফ স্পিনার। দ্বিতীয় ইনিংসে তার শিকার ১০ উইকেট। টেস্ট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে লেকারই ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন।
এর ৪৩ বছর পর ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া কুম্বলে পরের ইনিংসে তুলে নেন ১০ উইকেট। কুম্বলের ২২ বছর পর এসে ১০ উইকেট নেওয়ার অনন্য এই রেকর্ডের মালিক হলেন এজাজ।